Image description
একদিনে দুবার অল-আউট বাংলাদেশের ইনিংস ব্যবধানে হার
প্রথম ইনিংসে মুমিনুলের ৮২ রান ও তাইজুলের ৫ উইকেট ছাড়া এই টেস্টে বলার মতো পারফর্ম করতে পারেনি বাংলাদেশের আর কেউ। প্রথম ইনিংসে এক অঙ্কের ঘরে আউট হয়েছেন ৮ জন ব্যাটসম্যান। বাংলাদেশ অলআউট হয়েছে ১৫৯ রানে। দ্বিতীয় ইনিংসে এক অঙ্কে আউট হওয়া ব্যাটসম্যানদের সংখ্যা একজন কমেছে। তাতে অবশ্য দলীয় সংগ্রহ বাড়েনি। ৪১৬ রানে পিছিয়ে থেকে বাংলাদেশ গুটিয়ে গেছে ১৪৩ রানে। ক্রিকেটারদের পারফরম্যান্স এমন থাকলে ধবলধোলাই না হয়ে উপায় কী! প্রথম টেস্টে ৭ উইকেটে হারের পর দ্বিতীয় টেস্টে বাংলাদেশ হেরেছে ইনিংস ও ২৭৩ রানে।