সদ্য বিদায়ী আওয়ামী লীগ সরকারের সঙ্গে শোবিজের অনেক তারকারই বেশ ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। দলটির প্রচার-প্রচারণায় সব সময় তাদের দেখা গেছে। নৌকার টিকিট পেয়ে সংসদ সদস্যও হয়েছিলেন কেউ কেউ। সোমবার আন্দোলনের মুখে শেখ হাসিনা পদত্যাগের পর তারা সবাই গা-ঢাকা দিয়েছেন।
তেমনই একজন আওয়ামী লীগ ঘনিষ্ঠ তারকা ছোটপর্দার অভিনেত্রী তানভিন সুইটি। অন্যদের মতো তিনিও কী পালিয়ে রয়েছেন? এ নিয়ে কথা বলেছেন সুইটি। গণমাধ্যম থেকে ফোনে যোগাযোগ করা হলে পালানোর বিষয় নিয়ে তার পাল্টা প্রশ্ন, ‘আমি কেন পালাবো।’
এই অভিনেত্রী বলেন, ‘আমি তো কোনো অন্যায় করিনি। আমার ব্যক্তিগত পছন্দ-অপছন্দ থাকতেই পারে। আমি সেখানে যেতেই পারি। এমন তো না যে আমি কোনো সুবিধা নিয়েছি। আমি আগে যা ছিলাম, এখনো তাই আছি। তাই আমার সঙ্গে কারও কোনো বৈরী সম্পর্ক হবে না আশা করছি।’
চলতি বছরের ফেব্রুয়ারিতে আওয়ামী লীগের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হওয়ার আশায় দলটির মনোনয়ন ফরম কিনেছিলেন নব্বইয়ের দশকের জনপ্রিয় অভিনেত্রী সুইটি। কিন্তু মনোনয়ন পাননি। পাশাপাশি আওয়ামী লীগের বিভিন্ন কর্মসূচিতেও তার উপস্থিতি সবসময় ছিল।
(ঢাকাটাইমস