মারা গেছেন মালয়ালম ভাষার কিংবদন্তি লেখক ও পরিচালক এম টি বাসুদেবন নায়ার। বয়স হয়েছিল ৯১।
এমটি’ নামেই পরিচিত বাসুদেবনের জন্ম ১৯৩৩-এ কেরালার কুড্ডালোরের গ্রামে। ২০ বছর বয়সে একটি বিদেশি প্রতিযোগিতার জন্য লেখা প্রথম ছোটগল্প জিতে নিয়েছিল প্রথম পুরস্কার। রসায়নে স্নাতক, কিন্তু পেশা হিসেবে বেছে নিয়েছিলেন সম্পাদনা, ‘মাতৃভূমি’ নামে জনপ্রিয় সাপ্তাহিক পত্রিকায়। সেখানেই প্রকাশিত হয় তাঁর প্রথম উপন্যাস 'অসুরাভিত্ত্ব, যে উপন্যাসকে অনেকেই মালয়ালম ভাষার 'সর্বশ্রেষ্ঠ উপন্যাস' আখ্যা দেন।
১৯৫৮ সালে প্রকাশিত দ্বিতীয় উপন্যাস ‘নালুকেটু’ এমটি-কে কেরলের সাহিত্যমহলে পাকাপোক্ত একটা জায়গা করে দেয়।
জনপ্রিয় লেখক ছাড়াও এমটির আরেকটি পরিচয় তিনি পরিচালক ও চিত্রনাট্যকার। তার নির্দেশিত সিনেমা ও লেখা চিত্রনাট্যগুলি রাজ্য ও জাতীয় স্তরে অনেক পুরস্কার পেয়েছে।
১৯৬০-৭০-এর দশকে এমটি’র লেখনির হাত ধরেই মালয়ালম সিনেমা একটি সমান্তরাল পথে হাঁটা শুরু করে। তাঁর নির্দেশিত ‘নির্মাল্যম’ জাতীয় পুরস্কার পেয়েছিল। গল্প, উপন্যাস, চিত্রনাট্য- প্রতিটি ক্ষেত্রেই কেরলের বহুমাত্রিক সমাজ ও সংস্কৃতিকে তুলে ধরেছিলেন এমটি।
এ মাসের শুরুতে হৃদ্রোগে আক্রান্ত হন নবতিপর লেখক। ভর্তি করা হন হাসপাতালে। সেখানেই আজ বৃহস্পতিবার মারা যান এমটি।
বিডি প্রতিদিন