Image description

 ভয়াবহ দাবনলে জ্বলছে অস্ট্রেলিয়া।আগুনে পুড়ে গেছে সিঙ্গাপুরের আয়তনের অঞ্চলটিকে গ্রাস করেছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।  

গত সপ্তাহে পূর্বাঞ্চলীয় রাজ্য ভিক্টোরিয়া চরম দাবানল পরিস্থিতির মুখে পড়ে। এ সময় অসংখ্য দাবানলের কারণে অনেক মানুষকে সরিয়ে নিতে হয়। সেই আগুন এখনো নিয়ন্ত্রণে আসেনি। আজ শুক্রবার দমকলকর্মীরা বলেছেন, তারা একটি জাতীয় উদ্যানে ছড়িয়ে পড়া দাবানল নিয়ন্ত্রণ করতে কাজ করছে। তবে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। 

রাজ্য নিয়ন্ত্রণ কেন্দ্রের মুখপাত্র লুক হেগার্টি বলেন, এই দাবানলে এখন পর্যন্ত মেলবোর্ন থেকে ২৪০ কিলোমিটার পশ্চিমের গ্র্যাম্পিয়ানস ন্যাশনাল পার্কের ৭৪ হাজার হেক্টর এলাকা পুড়ে ভস্মীভূত হয়েছে।

তিনি অস্ট্রেলিয়ার জাতীয় সম্প্রচারমাধ্যম এবিসিকে বলেন, আমরা এমন একটি দাবানল নিয়ে কথা বলছি যা মোটামুটি সিঙ্গাপুরের আয়তনের অঞ্চলকে পুড়িয়ে দিয়েছে। আগুনের তীব্রতা নিয়ন্ত্রণে আসছে তবে গ্র্যাম্পিয়ানদের ৩৬০ কিলোমিটারেরও বেশি আয়তনের দাবানল নিয়ন্ত্রণ করতে সময় লাগবে।

কর্তৃপক্ষ জানায়, দাবানলে বসতবাড়ির ক্ষয়ক্ষতি হলেও এখন পর্যন্ত কোন প্রাণহানির তথ্য পাওয়া যায়নি।