Image description
বাংলাদেশিদের না রাখার সিদ্ধান্ত প্রত্যাহার ত্রিপুরার হোটেল মালিকদের
ভারতের ত্রিপুরা রাজ্যের হোটেল ও রেস্তোরাঁর মালিকরা বাংলাদেশিদের ওপর দেওয়া নিষেধাজ্ঞা তুলে নিয়েছেন। আজ বৃহস্পতিবার অল ত্রিপুরা হোটেল অ্যান্ড রেস্তোরাঁ মালিক সমিতি এক বিবৃতিতে এ কথা জানিয়েছে। সংগঠনটি বলছে, মেডিকেল ভিসাধারী বাংলাদেশী নাগরিকদের ত্রিপুরার হোটেল ও রেস্তোরাঁয় আতিথেয়তার অনুমতি দেওয়া হয়েছে। এর আগে, গত ২ ডিসেম্বর ত্রিপুরার হিন্দুত্ববাদী সংগঠনের কর্মী ও সমর্থকরা বিক্ষোভ করে। এমনকি, ত্রিপুরার রাজধানী আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে ভাঙচুর ও বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননা করে উগ্রবাদীরা। সেদিনই অল ত্রিপুরা হোটেল অ্যান্ড রেস্তোরাঁ মালিক সমিতি ঘোষণা দেয় যে, তারা বাংলাদেশি নাগরিকদের ত্রিপুরায় হোটেল বুকিং করার অনুমতি দেবে না এবং রেস্তোরাঁয় খাবার খেতে দেবে না। আজ অল ত্রিপুরা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট ওনার্স অ্যাসোসিয়েশন বলছে, 'ত্রিপুরায় বাংলাদেশি নাগরিকদের সঙ্গে দুর্ব্যবহারের কোনো ঘটনা ঘটেনি। জাতীয় সংবেদনশীলতা ও আতিথেয়তার নীতির মধ্যে ভারসাম্য বজায় রাখার জন্য আমাদের ঘোষিত নিষেধাজ্ঞা সংশোধন করা হয়েছে।'