তাইওয়ানের প্রেসিডেন্ট লাই চিং-তে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সফরের সময় যুক্তরাষ্ট্রের হাউস স্পিকার মাইক জনসনের সঙ্গে ফোনে আলাপচারিতায় যুক্ত হয়েছেন। মার্কিন সময় অনুযায়ী বুধবার (৪ ডিসেম্বর) বিকেলে এ ফোনালাপ হয়েছে বলে জানিয়েছেন বিষয়টি সম্পর্কে অবগত দুই ব্যক্তি। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
এই ফোনালাপে চীন ক্ষুব্ধ হতে পারে বলে ধারণা করা হচ্ছে। যুক্তরাষ্ট্রে লাইয়ের ট্রানজিট করার অনুমতি দেওয়ার জন্য দেশটির প্রতি নিন্দা জানিয়েছে বেইজিং। এ প্রসঙ্গে ওই দুই ব্যক্তির একজন বলেছেন, ফোনালাপের অজুহাতে চীনের উচিত হবে না তাইওয়ানের ওপর সামরিক চাপ বৃদ্ধি করা।
ফোনালাপের বিষয়ে বক্তব্য জানার জন্য তাইওয়ানের প্রেসিডেন্টের কার্যালয়ে যোগাযোগের চেষ্টা করেছে রয়টার্স। তবে অপরপক্ষ কোনও সাড়া দেয়নি। একইভাবে, জনসনের কার্যালয়েও ইমেইলের মাধ্যমে যোগাযোগের চেষ্টা করা হলেও কোনও উত্তর পাওয়া যায়নি।
এর আগে, বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট সূত্রগুলো রয়টার্সকে জানিয়েছিলেন, লাইয়ের প্রশান্ত মহাসাগরীয় সফরকে কেন্দ্র করে চীন নতুন করে সামরিক মহড়া শুরু করতে পারে। সফরের অংশ হিসেবে লাই ইতোমধ্যে হাওয়াই ও যুক্তরাষ্ট্রের গুয়াম অঞ্চলে যাত্রাবিরতি করেছেন।
চীন গণতান্ত্রিকভাবে পরিচালিত তাইওয়ানকে তার নিজস্ব এলাকা বলে দাবি করে থাকে। তবে তাইওয়ানের ওপর বেইজিংয়ের সার্বভৌমত্বের দাবি বরাবরই প্রত্যাখ্যান করেছেন দেশটির প্রেসিডেন্ট লাই।
পাঠক মন্তব্য
সকল মন্তব্য দেখার জন্য ক্লিক করুন