Image description
বাংলাদেশ-বিরোধী বিক্ষোভ করায় চেন্নাইয়ে গ্রেফতার ৫০০
ভারতের চেন্নাইয়ে বাংলাদেশে কথিত সংখ্যালঘু নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ করার সময় অন্তত ৫০০ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারদের মধ্যে ১০০ জন নারীও রয়েছেন। বুধবার (৪ ডিসেম্বর) রাজা রথিনাম রত্নম স্টেডিয়ামের সামনে তারা বাংলাদেশে হিন্দুদের নিরাপত্তার দাবি এবং সংখ্যালঘুদের ওপর কথিত হামলা বন্ধের আহ্বান জানিয়ে বিক্ষোভ করছিল। এই প্রতিবাদে অংশ নেয় বিজেপি, আরএসএস, এবিভিপি, হিন্দু মুনানি এবং অন্যান্য হিন্দু সংগঠনের সদস্যরা। বিক্ষোভের নেতৃত্ব দেন হিন্দু মুনানি সংগঠক রাজু। এতে সাবেক গভর্নর তামিলিসাই সৌন্দরাজান, আরএসএসের নেতা কেশভা বিনয়াগম এবং বিজেপি নেতা কারু নাগরাজন এবং ভিপি দুরাইস্বামী অংশ নিয়েছিলেন। বিক্ষোভকারীরা হিন্দুদের নিরাপত্তা দেওয়ার দাবিতে বাংলাদেশ সরকারের বিরুদ্ধে স্লোগান দেয়। বিক্ষোভ শেষে তারা আনা সালাইয়ের দিকে মিছিল করার চেষ্টা করলে পুলিশ তাদের বাধা দেয় এবং আটক করে। আটকদের পুলিশের গাড়ি এবং এমটিসি বাসে করে আরআর স্টেডিয়াম থেকে সরিয়ে নেয়া হয়। তাদের শহরের আনা অডিটোরিয়াম এবং পেরিয়ামেটের একটি করপোরেশন কমিউনিটি হলে আটকে রাখা হয়। পুলিশের অনুমতি ছাড়া বিক্ষোভ করার অভিযোগে বিক্ষোভকারীদের বিরুদ্ধে এজমোর থানায় মামলা দায়ের করা হয়েছে। সূত্র : টাইমস অব ইন্ডিয়া