Image description
ইরানকে ইসরায়েলের ওপর আক্রমণ থেকে বিরত থাকার আহ্বান
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার ইরানের নতুন প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ানকে বলেছেন, ইরান যেন ইসরায়েলের ওপর আক্রমণ না করে। ডাউনিং স্ট্রিট থেকে জানানো হয়, টেলিফোনে তিনি এই আহ্বান জানিয়েছেন। ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন, ‘ভুল হিসাবের গুরুতর ঝুঁকি রয়েছে এবং এখন শান্ত ও সাবধানী সিদ্ধান্ত গ্রহণের সময়।’ বিবিসির খবর অনুসারে, ২০২১ সালের মার্চ মাসের পর যুক্তরাজ্যের কোনো প্রধানমন্ত্রী ইরানের প্রেসিডেন্টের সঙ্গে টেলিফোনে আলাপ করলে। ওই সময় বরিস জনসন ইরানের তৎকালীন প্রেসিডেন্ট হাসান রুহানির সাথে কথা বলেন। বিবিসির খবরে বলা হয়েছে, এমন এক ব্রিটিশ প্রধানমন্ত্রী ইরানের প্রতি এই আহ্বান জানালেন যখন- যুক্তরাষ্ট্র, ফ্রান্স, ইতালি এবং জার্মানির যৌথ এক বিবৃতিতে ইরানকে ইসরায়েলের ওপর হামলার হুমকি থেকে সরে আসতে বলেছে। টেলিফোন আলাপে ইরানকে ইসরায়েলের ওপর সামরিক হামলার অব্যাহত হুমকি থেকে বিরত থাকার আহ্বান জানানো হয় এবং এমন একটি হামলা হলে আঞ্চলিক নিরাপত্তার জন্য গুরুতর পরিণতি হতে পারে বলে আলোচনা করা হয়। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের মুখপাত্র জন কিরবি বলেছেন, যুক্তরাষ্ট্র এবং তাদের মিত্ররা ইরানের সম্ভাব্য হামলার হুমকি নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন। ইসরায়েল ডিফেন্স ফোর্সের (আইডিএফ) মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হাগারি বলেন, ইসরায়েল তাদের শত্রুদের হুমকি গুরুত্ব সহকারে নিচ্ছে এবং দেশটি সর্বোচ্চ সতর্কতায় রয়েছে। ডাউনিং স্ট্রিট আরও জানায়, কেয়ার স্টারমার পেজেশকিয়ানকে বলেছেন, তিনি অঞ্চলের পরিস্থিতি নিয়ে গভীর উদ্বিগ্ন এবং সকল পক্ষকে উত্তেজনা কমানোর এবং আঞ্চলিক সংঘর্ষ এড়াতে আহ্বান জানান। এদিকে, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো সোমবার তার দেশের নাগরিকদের লেবানন ছেড়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন, আঞ্চলিক উত্তেজনা বৃদ্ধির আশঙ্কায়।এয়ারলাইনসগুলির মধ্যে লুফথানসা, সুইস এয়ার, এবং ইজি জেট মধ্যপ্রাচ্যে তাদের ফ্লাইটগুলি বাতিল বা স্থগিত করেছে। বিডিপ্রতিদিন