Image description
 

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান দাবি করেছেন, গত এক বছরে মধ্যপ্রাচ্যে ইরানের আঞ্চলিক অবস্থান কোনোভাবে দুর্বল হয়নি।বুধবার (১৫ জানুয়ারি) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে টাইমস অব ইসরাইল।সাম্প্রতিক সময়ে সিরিয়ায় তেহরান-সমর্থিত আসাদ সরকারের পতনকে ইরানের বড় পরাজয় মনে করছেন বিশ্লেষকরা। এছাড়া লেবাননের হিজবুল্লাহ ও গাজা শাসিত হামাসের ওপর ইসরাইলের সামরিক আঘাত তো আছেই।  

বিশেষ করে হামাস নেতা ইসমাইল হানিয়া, ইয়াহিয়া সিনওয়ার এবং হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহর মতো মিত্রকে হারিয়েছে ইরান। এছাড়া ইরানের মাটিতে ইসরাইলি বিমান হামলা প্রতিহত করতে ব্যর্থ হয় তেহরান। একদিকে ইসরাইলের আগ্রাসন, অন্যদিকে মার্কিন নিষেধাজ্ঞা। এরপরও পেজেশকিয়ানের ভাষ্য, আঞ্চলিক শক্তি হিসেবে ইরানের অবস্থান ক্ষতিগ্রস্ত হয়নি।

এনবিসি নিউজের সঙ্গে এক সাক্ষাৎকারে পেজেশকিয়ান বলেন, আমি এর সাথে কোনো সম্পর্ক দেখছি না। গত বছরের তুলনায় এখন আমরা দেশের ভিতরে আরও একত্রিত, আরও শক্তিশালী এবং (মধ্যপ্রাচ্যে) আমাদের অংশগ্রহণ আরও ভালো। আমাদের নিরাপত্তা ব্যবস্থা এখন আরও দৃঢ়।তিনি আরও বলেছেন, ইরান যদি তার পারমাণবিক স্থাপনাগুলো লক্ষ্য করে আক্রমণের শিকার হয়, তবে দেশটি নিজেকে রক্ষা করতে প্রস্তুত থাকবে।

পেজেশকিয়ান বলেন, প্রকৃতপক্ষে (ইসরাইলের বিরুদ্ধে) আমরা যে কোনো পদক্ষেপের প্রতিক্রিয়া জানাবো। আমরা যুদ্ধকে ভয় করি না, তবে যুদ্ধের জন্যও আমরা আগ্রহী নই। আমি আন্তরিকভাবে আশা করি  এটি ঘটবে না, কারণ এর পরিণতি সব পক্ষের জন্য ক্ষতিকর হবে, শুধুমাত্র আমাদের জন্য নয়।পেজেশকিয়ান আবারও দাবি করেছেন, ইরান পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করছে না, এবং যারা এ ধরনের ধারণা প্রকাশ করছেন, তাদের বক্তব্যকে তিনি ‘পূর্ব পরিকল্পিত অজুহাত তৈরির চেষ্টা’ বলে অভিহিত করেছেন।২০২০ সালের মার্কিন বিমান হামলায় কুদস বাহিনীর জেনারেল কাসেম সোলেইমানি হত্যার প্রতিশোধ হিসেবে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ সম্প্রতি সন্দেহভাজনদের বিরুদ্ধে অভিযোগ এনেছে।এ নিয়ে পেজেশকিয়ান পুনরায় ইরানের দাবি তুলে ধরে বলেছেন, ইরান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার চেষ্টা করেনি।