ডোনাল্ড ট্রাম্প ইলন মাস্কের সাথে এক সাক্ষাৎকারে দাবি করেছেন, ‘ক্যু’ (অভ্যুত্থান) এর কারণে জো বাইডেন প্রেসিডেন্ট পদপ্রার্থী থেকে সরে যেতে বাধ্য হয়েছেন। ট্রাম্প বলেছেন, আমি বাইডেনকে বিতর্কে এতটাই হারিয়েছিলাম যে, তাকে নির্বাচনী দৌড় থেকে সরে যেতে বাধ্য করা হয়েছিল। এটি ইতিহাসের সেরা বিতর্ক পারফরম্যান্সগুলোর একটি। বাইডেনের বিদায়, এটি একটি ক্যু ছিল।
মাস্কও ট্রাম্পের এই দাবির সাথে একমত পোষণ করেন এবং বলেন, ‘তারা তাকে একটি শেডের পিছনে নিয়ে গিয়ে গুলি করেছে।’
সাক্ষাৎকারের সময়, ট্রাম্প গত মাসে তার ওপর হওয়া হত্যাচেষ্টার কথাও স্মরণ করেন। তিনি বলেন, ‘এটি ছিল একটি কঠিন আঘাত। খুবই অদ্ভুত কিন্তু এটি বাস্তব ছিল।গুলি যখন আমার কানে লাগে, কেবল তখনই আমি বুঝতে পারি এটি একটি গুলি ছিল।’
মাস্কের সাথে ট্রাম্পের সাক্ষাৎকারটি প্রযুক্তিগত সমস্যার কারণে বিলম্বিত হয়। এ কারণে অনেক ব্যবহারকারী প্রথম দিকে এটাতে যোগ দিতে পারেননি। তবে শুরু হওয়ার পরপরই, ১০ লক্ষাধিক মানুষ এই আলোচনা শুনছিলেন।
ট্রাম্প এই সাক্ষাৎকারটিকে ‘শতাব্দীর সেরা সাক্ষাৎকার’ হিসেবে উল্লেখ করেছেন। এর মাধ্যমে তার নির্বাচনী প্রচারণা পুনরুজ্জীবিত করার চেষ্টা করা হচ্ছে। এদিকে, ভাইস প্রেসিডেন্ট কমালা হ্যারিসের উচ্চ শক্তির সমাবেশগুলি তাকে জনপ্রিয়তার শীর্ষে নিয়ে গেছে, যা ট্রাম্পের জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করেছে।
বিডিপ্রতিদিন