একটি দামী মোবাইল ফোন হাতিয়ে নিতে ফরহাদ হোসেন নামের ১৪ বছর বয়সী এক কিশোরকে জবাই করে হত্যা করেছে তার সহপাঠীরা।
শনিবার সন্ধ্যায় চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার রূপকানিয়া গ্রামের হাতিয়ার খালের পাড় থেকে ওই কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার দিনগত গভীর রাতের কোন এক সময় এই কিশোরকে জবাই করে হত্যা করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
এই হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার দায়ে পুলিশ মোজাম্মেল হক নামের এক তরুণকে গ্রেপ্তার করেছে।
সাতকানিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা খালেদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘নিহত ফরহাদের হাতে একটি দামী মোবাইল ফোন ছিলো। ঘটনার আগের দিন গ্রেফতারকৃত মোজাম্মেল ও তার অপর দুই সহযোগী ফরহাদের কাছে থাকা মোবাইল ফোনটি ধার চায়। ফরহাদ মোজাম্মেলকে মোবাইল ফোন দিতে অস্বীকার করলে মোজাম্মেলসহ তার অপর দুই সহযোগী ক্ষুদ্ধ হয়। এই ঘটনার জের ধরে শুক্রবার মধ্যরাতে স্থানীয় একটি ওয়াজ মাহফিল থেকে ফরহাদকে ডেকে নিয়ে হাতিয়ার খালের পাড়ে নিয়ে জবাই করে হত্যা করে।’
শনিবার সন্ধ্যায় স্থানীয় সূত্রে খবর পেয়ে পুলিশ ফরহাদের লাশ উদ্ধার করে এবং ঘটনার মুল হোতা মোজাম্মেলকে আটক করতে সক্ষম হয়।
খালেদ হোসেন জানিয়েছেন, আটক মোজাম্মেল মোবাইল ফোন ছিনিয়ে নিতে ফরহাদকে জবাই করে হত্যা করার কথা স্বীকার করেছে। তার অপরদুই সহযোগীকেও গ্রেপ্তারে পুলিশ চেষ্ঠা চালাচ্ছে।
পাঠক মন্তব্য
সকল মন্তব্য দেখার জন্য ক্লিক করুন