সিলেটে ছুরিকাঘাতে ছাত্রলীগ কর্মী খুন
সিলেটে ছুরিকাঘাতে খুন হয়েছেন সাব্বির আহমদ নামে এক তরুণ।
মঙ্গলবার রাত পৌনে ৮ টার দিকে নগরীর মদীনা মার্কেট এলাকায় ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মখলিছুর রহমানের কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
নিহত সাব্বির ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত বলে তার স্বজনরা জানিয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাত পৌনে ৮ টার দিকে কয়েকজন যুবককের সঙ্গে এক তরুণকে কথা কাটাকাটি করতে দেখেন পথচারী লোকজন। কিছু বুঝে ওঠার আগেই ওই যুবকরা সাব্বির নামে ওই তরুণকে কোপাতে শুরু করে।
পথচারী লোকজন কিছু বুঝে ওঠার আগেই ওই যুবকরা সাব্বিরকে মাটিতে ফেলে পালিয়ে যায়। সঙ্গে সঙ্গে স্থানীয় ও পথচারীরা তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিযে গেলে কতব্যরত চিকিতসকরা তাকে মৃত ঘোষণা করেন।
নিহত সাব্বির নগরীর ১২-মজুমদারপাড়া এলাকার ওলিউর রহমানের ছেলে।
এদিকে নিহত সাব্বিরের বন্ধুরা জানিয়েছেন, তিনি ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। কয়েকদিন ধরে সিনিয়র জুনিয়র নিয়ে তাদের মধ্যে উত্তেজনা চলছিল।
এ ব্যপারে কোতোয়ালি থানার ওসি মো. সেলিম মিয়া বলেন, কয়েকজন যুবক তাকে ছুরিকাঘাত করে হত্যা করেছে। তবে কি কারণে তাকে খুন করা হয়েছে আমরা ঘটনাটি খতিয়ে দেখছি।
শীর্ষকাগজ