Image description
মশার কয়েলের আগুনে পুড়ল বাস, ঘুমন্ত হেলপারের মৃত্যু
খুলনার সোনাডাঙ্গা বাস টার্মিনালে সুন্দরবন পরিবহনের একটি বাসে অগ্নিকাণ্ড ঘটেছে। আগুনে বাসটি সম্পূর্ণ পুড়ে গেছে। এ সময় বাসের ভেতরে ঘুমিয়ে থাকা হেলপার শরিফুল দগ্ধ হয়ে মারা গেছেন। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) মধ্যরাতে এ দুর্ঘটনা ঘটে। নিহত শরিফুলের বাড়ি মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর উপজেলায়। পুলিশ ও পরিবহন শ্রমিকরা জানিয়েছেন, মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত হয়েছে। সোনাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, ‘‘বৃহস্পতিবার রাতে সুন্দরবন পরিবহনের একটি বাস ঢাকা থেকে খুলনা আসে। হেলপার শরীফুল যাবতীয় কার্যক্রম শেষে বাসের ভেতরেই মশার কয়েল জ্বালিয়ে ঘুমিয়ে পড়েন। পরে সেই মশার কয়েল থেকেই আগুনের সূত্রপাত হয়।’ তিনি বলেন, ‘‘বাসে আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসি। পরে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। তারা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। এ সময় বাসের ভেতর থেকে দগ্ধ অবস্থায় হেলপার শরিফুলকে উদ্ধার করা হয়। দ্রুত তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। বর্তমানে মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’’