
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জুলাই পদযাত্রার গাড়িতে ককটেল বিস্ফোরণ করেছে দুর্বৃত্তরা। বুধবার (২ জুলাই) রাতে রাজধানীর বাংলামোটরে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
এ ঘটনার প্রতিবাদে আজ রাত সাড়ে ১২টায় ঢাকা মহানগর এনসিপির উদ্যোগে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভের ঘোষণা দেয়।
এর আগে গত ২৩ জুন রাত সাড়ে ১০টার রাজধানীর বাংলামোটরে জাতীয় নাগরিক পার্টির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ের নিচে দলটির নেতাকর্মীদের লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এতে চারজন আহত হন।
এদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চলমান কর্মসূচির জেরে চট্টগ্রামের পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মো. নাজমুন নূরকে প্রত্যাহার করা হয়েছে।
চট্টগ্রামের পুলিশ সুপার (এসপি) সাইফুল ইসলাম শান্তু বলেন, ‘ওসি আবু জায়েদ নূরকে পটিয়া থানা থেকে প্রত্যাহার করে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।’
পুলিশ প্রশাসনের এই সিদ্ধান্তে আন্দোলনকারীরা সন্তোষ প্রকাশ করলেও তাদের দাবি, ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত ও দায়ীদের শাস্তি না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।