Image description
১৫ বছর পর ছাত্রাবাসের তালিকা প্রকাশ, উচ্ছ্বসিত শিক্ষার্থীরা
দীর্ঘ ১৫ বছর পর চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের নবাব সিরাজউদ্দৌলা ও সূর্যসেন ছাত্রাবাসের আবাসিক শিক্ষার্থীদের তালিকা প্রকাশ করা হয়েছে। দীর্ঘ সময় পর ছাত্রাবাসের তালিকা প্রকাশ করায় উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা ছাত্রাবাসের তালিকা প্রকাশ করায় অধ্যক্ষকে ধন্যবাদ জানান। ছাত্রাবাসের তালিকা প্রকাশ করার মাধ্যমে অনেক সুযোগ সুবিধা পাবে শিক্ষার্থীরা। ছাত্রাবাসে উঠতে পারলে যাতায়াত খরচ কমবে। রাস্তা-ঘাটের যানজট ও নানান ঝক্কি ঝামেলা থেকে রেহাই পাবে। পড়ালেখার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত হবে। ২৫ নভেম্বরের মধ্যে হোস্টেলে ওঠার জন্য যাবতীয় প্রক্রিয়া শেষ করতে বলা হয়েছে। ছাত্রাবাস দুটিতে ৩০০ শিক্ষার্থীর আবাসন ব্যবস্থা রয়েছে। হোস্টেলে থাকার জন্য আসবাবপত্র, খাবারের খরচ শিক্ষার্থীদের বহন করতে বলা হয়েছে। বুধবার (২০ নভেম্বর) বিকালে এ তালিকা প্রকাশ করা হয়। এর আগে গত দুইদিন শিক্ষার্থীরা তালিকা প্রকাশের দাবিতে আন্দোলন করে। শিক্ষার্থী জানান, প্রশাসন নির্দিষ্ট সময়ের মধ্যে তালিকা প্রকাশ করে ছাত্রাবাসে ওঠার কথা দিয়েছিল। কিন্তু দেরিতে হলেও তালিকা প্রকাশ করা হয়েছে। আমরা এতে খুশি। আমরা সজাগ থাকবো। এ নিয়ে আবার কোনো নতুন ষড়যন্ত্র হলে আন্দোলনে নামবো। চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী মো. ইয়াছিন বলেন, দুই ছাত্রাবাসে আবাসিক শিক্ষার্থীদের তালিকা প্রকাশ করা হয়েছে। ২৫ তারিখের মধ্যে তাদের ভর্তি সম্পন্ন করতে বলা হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম জেলার সহ-সমন্বয়ক ফাহিম হোসেন বাংলানিউজকে বলেন, ছাত্রাবাস খোলার জন্য সাধারণ শিক্ষার্থীদের ন্যায্য দাবির সঙ্গে একাত্মতা ছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের। কর্তৃপক্ষকে আমরা দ্রুত সময়ের মধ্যে ছাত্রাবাসে শিক্ষার্থীদের তালিকা প্রকাশ করার জন্য অনুরোধ করেছিলাম। তারা আমাদের অনুরোধ রেখেছেন।