তিন মাসে অন্তর্বর্তী সরকারের যত পদক্ষেপ ও সাফল্য
নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার গত ৮ নভেম্বর তিন মাস পূর্ণ করেছে। এই তিন মাসে সরকার তাদের গৃহীত নানা পদক্ষেপ ও সাফল্য জনগণের সামনে তুলে ধরেছে।
রোববার প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায় দেশের সার্বিক উন্নয়নের লক্ষ্যে এ সময়ে বিভিন্ন মন্ত্রণালয় ও সরকারি কর্তৃপক্ষ উন্নয়নমূলক কার্যক্রম গ্রহণ করেছে। সরকারের কার্যক্রম এবং অর্জনগুলোর একটি প্রতিবেদনও তৈরি করা হয়েছে।
সেই প্রতিবেদন প্রকাশ করা হয়েছে।তাতে দেশের অর্থনীতি থেকে শুরু করে প্রশাসন, গণমাধ্যম, জাতীয় স্বার্থ-সংশ্লিষ্ট সব কিছুতেই গৃহীত নানা পদক্ষেপ ও সাফল্যের কথা তুলে ধরা হয়।