শ্রীমঙ্গলের হোটেল গ্র্যান্ড সুলতানে শামীম ওসমান, আত্মগোপনের গুজব, তল্লাশি
নারায়নগঞ্জের সাবেক এমপি শামীম ওসমান শ্রীমঙ্গলের গ্র্যান্ড সুলতান হোটেলে আত্মগোপনে আছেন এমন সংবাদ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপর জেলাজুড়ে তোলপাড় শুরু হয়। উৎসুক ও ছাত্র জনতা ভিড় করেন পাঁচ তারকা মানের এ হোটেলটির আশপাশে। তবে হোটেল কর্তৃপক্ষ বিষয়টি সম্পূর্ণ গুজব বলে জানান।
বুধবার সকাল থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে শামীম ওসমানের আত্মগোপনের খবর চাউর হয়। এ খবরটি সত্য না গুজব এমন প্রশ্ন মানুষের মুখে মুখে।
জানা যায়, সেনাবাহিনীর একটি টিম গ্র্যান্ড সুলতান হোটেল তল্লাশি করেছেন। তল্লাশির পর তারা একে গুজব বলে জানান।
এদিকে শ্রীমঙ্গলের পৌর মেয়র মহসিন মিয়া মধুও গ্র্যান্ড সুলতান পরিদর্শন করেন। তবে কেউই শামীম ওসমানের আত্মগোপনের বিষয়টি নিশ্চিত করতে পারেন নি।
পাঁচতারকা মানের গ্র্যান্ড সুলতান হোটেলের জেনারেল ম্যানেজার আরমান খান দৈনিক ইনকিলাব’কে বলেন, ফেইসবুকের মাধ্যমে সম্পূর্ণ একটি গুজব ছড়িয় পড়ে। পরে সেনাবাহিনী কক্ষগুলো ও সিসিটিভি তল্লাশি করেন। পরে তারা নিশ্চিত হন যে এখানে শামীম ওসমান আসেন নি। এক প্রশ্নের জবাবে আরমান খান বলেন, ৮/১০ বছর আগে একবার তিনি এখানে এসেছিলেন।
শ্রীমঙ্গল থানার ওসি বিনয় ভূষণ রায় জানান, আমরা ফোর্সসহ গ্র্যান্ড সুলতান হোটেল ও জান্নাতুল ফেরদৌস মসজিদ তল্লাশি করেছি।
শ্রীমঙ্গলে সেনাবাহিনীর দায়িত্বপ্রাপ্ত মেজর ইমরান বলেন, বিষয়টি টোটালি গুজব।
স্থানীয় সচেতন মানুষ বিষয়টিকে উদ্দেশ্যপ্রণোদিত গুজব বলে মনে করছেন।