অঙ্গ হারানো শিক্ষার্থীদের কৃত্রিম হাত-পা দিবে রেটিনা
কোটা সংস্কার আন্দোলনে অংশ নিতে গিয়ে যে সকল শিক্ষার্থী ছাত্রলীগ, যুবলীগ ও আইনশৃঙ্খলা বাহিনীর হামলায় হাত বা পা হারিয়েছেন তাদের বিনামূল্যে কৃত্রিম অঙ্গ প্রতিস্থাপন করে দেবে রেটিনা।
বুধবার প্রতিষ্ঠানটির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তি বলা হয়েছে, কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে যারা অঙ্গ হারিয়েছে, তাদেরকে যোগাযোগ করার অনুরোধ করা হচ্ছে। তথ্য জানানোর লিংক- https://forms.gle/h4aAwBiw75JB58wN9। এছাড়া, যেকোনো জিজ্ঞাসায় 09677-999-666 নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, রেটিনা মেডিকেল অ্যান্ড ডেন্টাল অ্যাডমিশন কোচিং অঙ্গহীন হওয়া শিক্ষার্থীদের জন্য হাতে নিয়েছে কৃত্রিম অঙ্গ প্রতিস্থাপন প্রজেক্ট। রেটিনা পরিবারের পক্ষ থেকে এই ক্ষুদ্র উদ্যোগ হয়ত আমাদের বীরদের জীবন আগের মতো স্বাভাবিক করতে পারবে না, তবে আমরা আশা করছি যে, তাদের জীবনে চলার কঠিন পথ কিছুটা হলেও মসৃণ করতে পারব, ইনশাআল্লাহ।