Image description
এসবি থেকে সরানোর পর এবার চাকরি থেকে মনিরুলকে অব্যাহতি
পুলিশের বিশেষ শাখার (এসবি) সদ্য সাবেক প্রধান কর্মকর্তা অতিরিক্ত মহাপরিদর্শক মো. মনিরুল ইসলামকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ শাখা-১-এর জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়, পুলিশ অধিদপ্তরে সংযুক্ত থাকা বিসিএস (পুলিশ) ক্যাডারের সদস্য মো. মনিরুল ইসলামকে সরকারি চাকরি আইনের ৪৫ ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে সরকারি চাকরি থেকে অবসর প্রদান করা হলো। এর আগে মঙ্গলবার আরেক প্রজ্ঞাপনে পুলিশের বিশেষ শাখার অতিরিক্ত আইজি মো. মনিরুল ইসলামকে বদলি করে পুলিশ অধিদপ্তরে সংযুক্ত করা হয়। ২০২১ সালের ১৪ মার্চ পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট প্রধান থেকে এসবি প্রধানের দায়িত্ব দেওয়া হয়েছিল মো. মনিরুল ইসলামকে। দেশে রাজনৈতিক পট পরিবর্তনের পর সরকারের বিভিন্ন বিভাগে শীর্ষ পদসহ ব্যাপক রদবদল হচ্ছে। এরই ধারাবাহিকতায় পুলিশে বড় ধরনের রদবদল হচ্ছে। এর আগে র‌্যাব মহাপরিচালক, ডিএমপি কমিশনার, পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধানকে সরিয়ে পুলিশ অধিদপ্তরে সংযুক্ত করা হয়েছে। পাশাপাশি বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়েছে। ঢাকাটাইমস