জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থায় নতুন ডিজি
জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থায় (এনএসআই) নতুন মহাপরিচালক (ডিজি) হিসেবে বাংলাদেশ সেনাবাহিনীর মেজর জেনারেল আবু মোহাম্মদ সরোয়ার ফরিদকে নিয়োগ দেয়া হয়েছে।
মঙ্গলবার (১৩ আগস্ট) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
একইসাথে মেজর জেনারেল মোহাম্মদ আসাদুল্লাহ মিনহাজুল আলমকে কমান্ড অ্যান্ড স্টাফ কলেজের (ডিএসসিএসসি) কমান্ড্যান্ট পদে নিয়োগ দেয়া হয়েছে।
এছাড়া মেজর জেনারেল খন্দকার মো: শাহিদুল এমরানকে বাংলাদেশ মিলিটারি একাডেমির (বিএমএ) কমান্ড্যান্ট হিসেবে নিয়োগ দেয়া হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে আইএসপিআর।
সূত্র : বিবিসি