Image description
রংপুরের পুলিশ কমিশনারকে বাধ্যতামূলক অবসর
বিসিএস পুলিশ ক্যাডারের কর্মকর্তা ও রংপুর মহানগরীর পুলিশ কমিশনার মো. মনিরুজ্জামানকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ শাখা-১ থেকে পাঠানো এ প্রজ্ঞাপনে মঙ্গলবার এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, মনিরুজ্জামানকে সরকারি চাকরি আইন ২০১৮ এর ৩৫ ধারা বিধান অনুযায়ী জনস্বার্থে সরকারি চাকরি থেকে অবসর দেওয়া হলো। এ আদেশ অনতিবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয়েছে প্রজ্ঞাপনে।