রাজশাহীতে লুট হওয়া মালামাল উদ্ধারে মাঠে সেনাবাহিনী
রাজশাহীতে লুট হওয়া মালামাল উদ্ধারে শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে মাঠে নেমেছে সেনাবাহিনী। শনিবার (১০ আগস্ট) সকালে নগরীর কোর্ট বুলনপুর লুট হওয়া মাল উদ্ধারে অভিযান চালায় তারা।
সরেজমিন জানা যায়, মাইক নিয়ে প্রতিটি অলিগলিতে ছাত্ররা আহ্বান জানান। তারা লুট হওয়া মালামাল ফেরত দেওয়ার দাবি জানান। তাদের আহ্বানে সাড়া দিয়ে অনেকেই মালামাল ফেরত দিয়েছেন। এ পর্যন্ত ৩০ ভাগ মালামাল উদ্ধার করা সম্ভব হয়েছে। একজন ম্যাজিস্ট্রেট সেগুলো তালিকাভুক্ত করছেন। পরে উদ্ধার হওয়া মালামাল বিভিন্ন প্রতিষ্ঠানে এবং অস্ত্র মহানগর পুলিশের কাছে ফেরত দেওয়া হবে।
এ সময় দায়িত্বরত সেনাবাহিনীর মেজর মোবাশ্বির হোসেন খান বলেন, ‘আমরা রেড ক্রিসেন্টসহ সহযোগী সংগঠন নিয়ে মাঠে নেমেছি। আমরা লুটপাট করা মালামাল উদ্ধারে মাঠে নেমেছি। ইতোমধ্যে আমরা কিছু মালামাল উদ্ধারো করেছি। এরই মধ্যে আমরা ৩০ শতাংশ লুটপাটের মালামাল উদ্ধার করেছি। এগুলো আমরা স্ব স্ব প্রতিষ্ঠানে পাঠিয়ে দিচ্ছি।’
এই অভিযান চলমান থাকবে বলে জানান তিনি।