Image description
বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে স্বাগত জানালো কানাডা
বাংলাদেশে নতুন অন্তর্বর্তীকালীন সরকারকে স্বাগত জানিয়ে কানাডা বলেছে, তারা ধর্মীয় সংখ্যালঘু, যুবক, নারী ও অন্যান্য সংখ্যালঘুসহ সমাজের সকল স্তরের ব্যাপক রাজনৈতিক অংশগ্রহণের প্রত্যাশা করে। একটি অন্তর্ভুক্তিমূলক প্রক্রিয়ায় সমর্থনের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারের সাথে সম্পৃক্ত হতেও আগ্রহী কানাডা। এক বিবৃতিতে কানাডার পররাষ্ট্রমন্ত্রী মেলানি জোলি বলেন, কানাডা সবাইকে শান্ত থাকার আহ্বান পুনর্ব্যক্ত করছে এবং গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক শাসন, মানবাধিকারের প্রতি শ্রদ্ধা ও আইনের শাসনের নীতি প্রচারে সব পক্ষকে একসাথে কাজ করার আহ্বান জানাচ্ছে। কানাডার পররাষ্ট্রমন্ত্রী বলেন, কানাডা বাংলাদেশের চলমান সঙ্কট সমাধানে ‘শান্তিপূর্ণ উপায়কে’ সমর্থন করে। মেলানি জোলি বলেন, ‘এ বিষয়ে আমরা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে নতুন অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব গ্রহণকে স্বাগত জানাই। শান্তি পুনঃপ্রতিষ্ঠা, অবাধ ও সুষ্ঠু নির্বাচন এবং গণতান্ত্রিক শাসন প্রতিষ্ঠার পথ প্রশস্ত করার প্রথম পদক্ষেপ এটি।’ মত প্রকাশের স্বাধীনতার চর্চাকে সমর্থনের জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে ইন্টারনেট এবং অন্যান্য যোগাযোগের মাধ্যমগুলোতে পূর্ণ ব্যবহারের সুবিধা বজায় রাখার আহ্বান জানিয়েছে কানাডা। পররাষ্ট্রমন্ত্রী অন্তর্বর্তীকালীন সরকারকে জবাবদিহিতা এবং নিহত ও সহিংসতার বিষয়ে পূর্ণ নিরপেক্ষ তদন্তের আহ্বান জানান। সূত্র : ইউএনবি