অফিস শুরু করলেন ড. আসিফ নজরুল
আজ শনিবার থেকেই সচিবালয়ে অফিস শুরু করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল।
এদিন সকাল সাড়ে ৯টার দিকে আসিফ নজরুল সচিবালয়ে তার দপ্তরে প্রবেশ করেন ।
মন্ত্রণালয় সূত্র জানায়, সকাল সাড়ে ৯টার দিকে আসিফ নজরুল সচিবালয়ে তার দপ্তরে প্রবেশ করেন। এ সময় মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সরকারিভাবে শুক্রবার ও শনিবার ছুটি থাকলেও বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ প্রয়োজন অনুযায়ী ছুটির দিনেও খোলা রাখা হয়।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে পালান শেখ হাসিনা। এরপর ৮ আগস্ট রাতে শান্তিতে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়। প্রধান উপদেষ্টাসহ এ সরকারে সদস্য সংখ্যা ১৭ জন। এর মধ্যে ১৩ জন শপথ নিয়েছেন।