জামায়াতকে দমাতে চেয়েছিল আ’লীগ, এখন নিজেরাই বিলীন হয়ে যাচ্ছে
আওয়ামী লীগকে উদ্দেশ করে জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল বলেছেন, তারা জামায়াত-শিবিরকে দমাতে চেয়েছিল। এখন তারা নিজেরাই বিলীন হয়ে যাচ্ছে। শেখ হাসিনা তার নেতাকর্মীদের এতিম করে পালিয়ে গেছেন। এখন বাংলাদেশের কোথাও আর তাদের প্রকাশ্যে দেখা যায় না।
তিনি আরও বলেন, শেখ হাসিনা ক্ষমতায় ৪১ সাল (২০৪১) পর্যন্ত থাকতে চেয়েছেন কিন্তু পারেননি। ছাত্রসমাজ জীবনবাজি রেখে সেই পরিকল্পনা ধূলিসাৎ করে দিয়েছে।
রোববার (৮ সেপ্টেম্বর) বিকেলে ফেনী শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত পথসভায় এসব কথা বলেন নুরুল ইসলাম বুলবুল।
জামায়াত নেতা নুরুল ইসলাম বলেন, ‘আওয়ামী লীগ বাংলাদেশকে নিজেদের পৈতৃক সম্পত্তি মনে করে জনগণকে সেবাদাসে পরিণত করতে চেয়েছিল। জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরকে নিষিদ্ধ করে তারা ছাত্র-জনতার আন্দোলনকে প্রতিহত করতে চেয়েছিল। কিন্তু হয়েছে উল্টোটা। আন্দোলন আরও বেগবান হয়েছে।’
ফেনী জেলা জামায়াতের প্রচার সম্পাদক আ ন ম আবদুর রকিমের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় নেতা অধ্যাপক লিয়াকত আলী, ঢাকা মহানগর উত্তরের সেক্রেটারি ডা. ফখরুদ্দিন মানিক প্রমুখ।
পথসভার আগে বন্যাদুর্গত ফেনীর ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়ায় ত্রাণ বিতরণ করেন জামায়াত নেতারা।