ভিডিও >> কাশিমপুর কারাগারে বাবর-নিজামী
বহুল আলোচিত ১০ ট্রাক অস্ত্র মামলায় ফাঁসির দণ্ডাদেশপ্রাপ্ত সাবেক শিল্পমন্ত্রী মতিউর রহমান নিজামী ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ ৪ জনকে চট্টগ্রাম থেকে গাজীপুরের কাশিমপুর কারাগারে পাঠানো হয়েছে।
বাকিরা হলেন এনএসআইয়ের সাবেক দুই প্রধান রেজ্জাকুল হায়দার চৌধুরী ও আবদুর রহিম।
চট্টগ্রাম কারারক্ষক সূত্রে জানা যায়, বেলা পৌনে ১১টার দিকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে ৪ আসামিকে নিয়ে পুলিশ ঢাকায় রওনা হয়েছে।
বৃহস্পতিবার চট্টগ্রামে বহুল আলোচিত ১০ ট্রাক অস্ত্র চোরাচালান ও অস্ত্র মামলায় ১৪ আসামিকে মৃত্যুদণ্ড দেন আদালত।
এদের মধ্যে জামায়াতে ইসলামীর আমির ও সাবেক শিল্পমন্ত্রী মতিউর রহমান নিজামী ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই)-এর মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অবসরপ্রাপ্ত) আবদুর রহিম, বাংলাদেশের প্রতিরক্ষা গোয়েন্দা পরিদপ্তর (ডিজিএফআই)-এর পরিচালক (পরে এনএসআই-এর মহাপরিচালক) মেজর জেনারেল রেজ্জাকুল হায়দার চৌধুরী এবং ভারতের বিচ্ছন্নতাবাদী সংগঠন উলফা নেতা পরেশ বড়ুয়া রয়েছেন।