বহুল আলোচিত ১০ ট্রাক অস্ত্র মামলায় ফাঁসির দণ্ডাদেশপ্রাপ্ত সাবেক শিল্পমন্ত্রী মতিউর রহমান নিজামী ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ ৪ জনকে চট্টগ্রাম থেকে গাজীপুরের কাশিমপুর কারাগারে পাঠানো হয়েছে।
বাকিরা হলেন এনএসআইয়ের সাবেক দুই প্রধান রেজ্জাকুল হায়দার চৌধুরী ও আবদুর রহিম।
চট্টগ্রাম কারারক্ষক সূত্রে জানা যায়, বেলা পৌনে ১১টার দিকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে ৪ আসামিকে নিয়ে পুলিশ ঢাকায় রওনা হয়েছে।
বৃহস্পতিবার চট্টগ্রামে বহুল আলোচিত ১০ ট্রাক অস্ত্র চোরাচালান ও অস্ত্র মামলায় ১৪ আসামিকে মৃত্যুদণ্ড দেন আদালত।
এদের মধ্যে জামায়াতে ইসলামীর আমির ও সাবেক শিল্পমন্ত্রী মতিউর রহমান নিজামী ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই)-এর মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অবসরপ্রাপ্ত) আবদুর রহিম, বাংলাদেশের প্রতিরক্ষা গোয়েন্দা পরিদপ্তর (ডিজিএফআই)-এর পরিচালক (পরে এনএসআই-এর মহাপরিচালক) মেজর জেনারেল রেজ্জাকুল হায়দার চৌধুরী এবং ভারতের বিচ্ছন্নতাবাদী সংগঠন উলফা নেতা পরেশ বড়ুয়া রয়েছেন।
পাঠক মন্তব্য
Only a son of a pig can believe that if weapons are smuggled by sitting ministers could ever be confiscated confiscated by two sub inspectors. This fu--ing media will never point out that if sitting ministers are involved in smuggling in Bangladesh, it is impossible for (corrupt to core) police will ever dare to catch those smuggled weapons. So better stop those Indian sponsored justice drama
Your news is good.
A shokol bisar besi deri kora ucit hoini...
উই য়ার লুকিং ফর সন্ত্রস
সকল মন্তব্য দেখার জন্য ক্লিক করুন