বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে পটুয়াখালী মেডিকেল কলেজে চান্স পাওয়া শিক্ষার্থী তামান্না আক্তার ফারজানাকে জিয়াউর রহমান ফাউন্ডেশন থেকে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে। উক্ত শিক্ষাবৃত্তি অনুষ্ঠানে তামান্নার পরিবারের পক্ষে উপস্থিত ছিলেন তার পিতা, মাতা ও চাচা আলম গাজী।
তারেক রহমানের পক্ষে শিক্ষার্থী ফারজানা আক্তার তামান্নার হাতে ভর্তির সমুদয় অর্থ তুলে দেওয়া হয়। ৪ ফেব্রুয়ারি পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের সভা কক্ষে এ শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- জিয়াউর রহমান ফাউন্ডেশনের বরিশাল বিভাগীয় মনিটর, অ্যাব বরিশাল চ্যাপ্টারের সভাপতি প্রফেসর ড. মুহাম্মদ মামুন অর রশিদ, অ্যাব বরিশাল চ্যাপ্টারের সহ-সভাপতি মো. নজরুল ইসলাম, অ্যাব বরিশাল চ্যাপ্টারের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ ড. হাসিব মোহাম্মদ তুষার, অ্যাব পটুয়াখালী চ্যাপ্টারের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ ড. রাহাত মাহমুদ, পটুয়াখালী মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর আনোয়ার হোসেন বাবলু প্রমুখ।
উল্লেখ্য, ২০২৩ সালে এইচএসসি পাশ করে অংশ নেয় মেডিকেল ভর্তি পরীক্ষায়; কিন্তু সেবার উত্তীর্ণ হয়েও ফারজানা কোনো মেডিকেল কলেজে অর্থাভাবে ভর্তি হতে পারেননি। মানুষের কটুকথা ও হতাশাকে পেছনে ফেলে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে আবারও ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে সাফল্যের সঙ্গে উত্তীর্ণ হয়ে ৪৭২৮তম মেধাতালিকা নিয়ে পটুয়াখালী সরকারি মেডিকেল কলেজে ভর্তির জন্য মনোনীত হন ফারজানা। এবারও অর্থাভাবে তার ভর্তি অনিশ্চয়তার মুখে পড়ে। এ নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার শিক্ষার দায়িত্ব নেন।
ফারজানার স্বপ্ন একদিন সুচিকিৎসক হয়ে গ্রামের অসহায় মানুষের চিকিৎসা নিশ্চিত করবেন।
শিক্ষার্থী ফারজানা আক্তার তামান্না ও তার পরিবার তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। পাশাপাশি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।