ঠাকুরগাঁওয়ের হরিপুরে অপহরণ মামলার এক আসামিকে সিআইডি পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিয়েছে স্থানীয় জনতা। এ সময় সিআইডির টিমকে অবরুদ্ধ করে রাখা হয়।
রোববার (২ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার বনগাঁও বাজারে এ ঘটনা ঘটে। পরে রাত পৌনে ১০টার দিকে হরিপুর থানা-পুলিশ অবরুদ্ধ সিআইডির টিমকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।
বিষয়টি কালবেলাকে নিশ্চিত করে হরিপুর থানার পরিদর্শক (তদন্ত) শরিফুল ইসলাম বলেন, রানীশংকৈল থানায় করা নারী-শিশু অপহরণ মামলার আসামি সুমনকে গ্রেপ্তারে করতে যায় সিআইডির ৫ সদস্যের একটি টিম। আসামিকে গাড়িতে তুলতে গেলে শতাধিক লোক পুলিশের ওপর চড়াও হয় এবং সংঘবদ্ধভাবে হামলা চালিয়ে তাকে ছিনিয়ে নেয়। এ ঘটনায় পুলিশের একটি মাইক্রোবাসও ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি বলেন, ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত চলছে। আসামিকে পুনরায় গ্রেপ্তারের চেষ্টা চলছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, স্থানীয় ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মোস্তফার নেতৃত্বে প্রায় ২০০ জনের একটি দল পুলিশের অভিযান ঠেকাতে সংঘবদ্ধ হয়। উত্তেজিত জনতা মাইক্রোবাসের চালককে মারধর করে এবং গাড়ির সামনের কাচ ভেঙে ফেলে। পরে তারা আসামি সুমনকে পুলিশ হেফাজত থেকে ছিনিয়ে নিয়ে যায়।
হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া মণ্ডল কালবেলাকে বলেন, অভিযানে অংশ নেওয়া সিআইডির দলটি নিরাপত্তাহীনতার মধ্যে পড়ে গেলে হরিপুর থানায় সহায়তা চায়। পরে রাত সাড়ে ৮টার দিকে ১১ সদস্যের একটি পুলিশ দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। রাত পৌনে ১০টার দিকে অপারেশন টিমকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়।
ঘটনার পর ঠাকুরগাঁও জেলা সিআইডির পুলিশ সুপার সুমিত চৌধুরী হরিপুর থানায় গিয়ে অভিযানের পুরো বিষয়টি খতিয়ে দেখেন।