রাজধানীর হাতিরঝিল এলাকায় দু’পক্ষের গোলাগুলির মধ্যে গোলাগুলি হয়েছে। এতে গুলিবিদ্ধ হয়েছেন দুজন। শনিবার রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ দু’জন হলেন- মো. জিলানী (৫৫) ও শুভ (১৮)। জিলানীর তলপেটে গুলি লেগেছে। বর্তমানে তারা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোহাম্মদ ফারুক। হাতিরঝিল থানার উপপরিদর্শক মো. সেলিম গণমাধ্যমকে বলেন, হাতিরঝিলের উলন এলাকায় কিশোর গ্যাংয়ের দুপক্ষের মধ্যে গোলাগুলি হয়েছে। এতে একজন গুলিবিদ্ধ হয়েছেন বলে জানা গেছে। বিস্তারিত তথ্য সংগ্রহ করছে পুলিশ।
আহত জিলানীর মেয়ে শেফালী আক্তার বলন, ‘গোলাগুলির সময় বাবা বাসার সামনে অবস্থান করছিলেন। হঠাৎ তলপেটে গুলি লাগে। পরে স্থানীয় লোকজন বাবাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।’