কৃষক আবজাল খানকে বাড়ি থেকে ডেকে নিয়ে আদালত ভবনে চেয়ারের সঙ্গে রশি দিয়ে বেঁধে বেধড়ক পেটানোর অভিযোগ উঠেছে রাজবাড়ী আমলি আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সুমন হোসেনের বিরুদ্ধে। নির্যাতনের শিকার আবজাল খান (৩০) রাজবাড়ী সদর উপজেলার চন্দনী ইউনিয়নের বাড়াইজুড়ি গ্রামের মৃত আনছের খানের ছেলে। তাঁকে রাজবাড়ী সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
গতকাল শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে রাজবাড়ীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালত-১-এর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সুমন হোসেনের এজলাসে এ ঘটনা ঘটে।
নির্যাতিত কৃষক আবজাল খান বলেন, ‘ম্যাজিস্ট্রেট সুমন হোসেনের শ্বশুরবাড়ি আমার এলাকায়। গত ৩০ জানুয়ারি পরিবার নিয়ে তিনি শ্বশুরবাড়ি এলাকায় হাঁটাহাঁটি করার সময় একটি বেওয়ারিশ কুকুর তাঁকে ধাওয়া করে। কুকুরটি আমার বাড়ি এলাকায় ঘোরাঘুরি করে। ম্যাজিস্ট্রেট সুমন রাজবাড়ী সদর থানার এসআই আসাদকে কুকুরের মালিককে ধরে আনতে নির্দেশ দেন।
রাজবাড়ী সদর থানার ওসি মোহাম্মদ মাহমুদুর রহমান গতকাল রাত সাড়ে ৮টার দিকে মুঠোফোনে অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে বলেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ বিষয়ে জানতে গতকাল রাত ৮টা ৪৫ মিনিটের দিকে রাজবাড়ী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালত-১-এর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সুমন হোসেনের মুঠোফোনে ফোন করলেও তিনি রিসিভ করেননি।