Image description
 

ভারতের মহারাষ্ট্র রাজ্যের ভিওয়ান্দি থেকে ৯ বাংলাদেশি নর্তকীকে গ্রেপ্তারের দাবি করেছে ভারতীয় পুলিশ। পুলিশ জানিয়েছে, তারা কোনগাঁও নামক একটি গ্রামের স্থানীয় ড্যান্স বারে নাচতেন।

পুলিশের সূত্রে জানা গেছে, গোপন খবর পেয়ে ভিওয়ান্দির ঠাকুরপাড়ার একটি বাড়িতে অভিযান চালানো হয়। ওই সময় ৯ বাংলাদেশি নর্তকীকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের দাবি, তারা সেখানে পাঁচ বছর ধরে আছেন। এছাড়া, ওই বাড়ির মালিককেও পুলিশের হেফাজতে নেয়া হয়েছে।

ভিওয়ান্দির অপরাধ বিভাগের সহকারী পুলিশ পরিদর্শক শ্রী রাজ মালি জানিয়েছেন, গ্রেপ্তারকৃত বাংলাদেশি নারীরা হলেন শিমা বেগম সিরাজ, রেখা, রুপা, অঞ্জনী, শারদা বংশী সাহু, মমতা, পায়েল রাজু, পিংকি এবং কাজল। গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে ছয়টি মোবাইল উদ্ধার করা হয়। যেগুলোর আনুমানিক দাম ৭০ হাজার রুপি। এছাড়া তাদের পাসপোর্ট ও ব্যক্তিগত নথি জব্দ করারও দাবি করেছে পুলিশ।

তদন্তকারীরা জানিয়েছেন, গ্রেপ্তারকৃতরা বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে প্রবেশ করেন এবং তারা ভিওয়ান্দিতে গত পাঁচ বছর ধরে আছেন। তাদের বিরুদ্ধে তিনটি ধারায় মামলা করা হয়েছে।

ভারতের মহারাষ্ট্রের কোনগাঁও থানার জ্যেষ্ঠ পুলিশ পরিদর্শক নেতারাম মাস্কি জানিয়েছেন, গত দুই মাসে বেশ কয়েকজন অবৈধ বাংলাদেশির তথ্য সামনে এসেছে। তার পরিপ্রেক্ষিতে এখন পর্যন্ত ছয়টি মামলা করা হয়েছে এবং ২৪ বাংলাদেশি নারী ও পুরুষকে গ্রেপ্তার করা হয়েছে।