নতুন করে বই কিংবা মতের ওপর কোন ধরনের সেন্সর করার ইচ্ছা সরকারের নেই বলে জানিয়েছেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী।
শনিবার (১ ফেব্রুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি চত্বরে দুই দিনব্যাপী জাতীয় কবিতা উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন।
সংস্কৃতি উপদেষ্টা বলেন, ‘বই ছাপানোর আগে সরকার পড়ে দেখবে এমন কোনো বক্তব্য কেউ দেয়নি। অপপ্রচার ছড়ানো হয়েছে।
এসময় এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘পুলিশের কেউ যদি এ বিষয়ে কোনো মন্তব্য করে থাকে তাহলে তা সরকারের বক্তব্য নয়।’
অনুষ্ঠানটি উদ্বোধন করেন শহীদ আবু সাঈদের মা মনোয়ারা বেগম।
এর আগে, শোভাযাত্রা করেন কবি, সাহিত্যিক ও কবিতা ভক্তরা।
দুই দিনব্যাপী এ উৎসবের প্রথম দিনে কবিতা বিষয়ক আলোচনা, স্বরচিত কবিতা পাঠ ও আবৃত্তি এবং দ্বিতীয় দিনে কবিতা বিষয়ক সেমিনার, স্বরচিত কবিতাপাঠ, কবিতার গান ও নৃত্যের আয়োজন থাকবে।