Image description
 

১৯৫২ সালের ভাষা আন্দোলনে শহীদ বরকত, সালাম, রফিক, জব্বারের রক্তে যে অঙ্গীকার মাখা ছিল, তাতে ছিল জুলাই অভ্যুত্থানকে নিশ্চিত করার মহা বিস্ফোরক শক্তি বলে উল্লেখ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

শনিবার বেলা চারটায় অমর একুশে বইমেলা ২০২৫-এর উদ্বোধনী অনুষ্ঠানে বাংলা একাডেমি প্রাঙ্গণে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন।

এসময় তিনি বলেন, একুশ মানে মানুষের জেগে ওঠা, একুশ মানে অবিরাম সংগ্রাম। বরকত, সালাম, রফিক, জব্বারের রক্তে যে অঙ্গীকার মাখা ছিল, তাতে ছিল ছিল জুলাই অভ্যুত্থানকে নিশ্চিত করার মহা বিস্ফোরক শক্তি।

তিনি আরো বলেন, একুশ আমাদের পথ দেখায়, মাত্র ৬ মাস আগে জুলাই অভ্যুত্থান জাতিকে ঐতিহাসিক গভীরতায় ঐক্যবদ্ধ করে দিয়েছে। যার কারণে আমরা অর্থনৈতিক, রাজনৈতিক, প্রাতিষ্ঠানিক এবং মানবিক দিক থেকে বিধ্বস্ত এই দেশকে দ্রুততম গতিতে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছানোর জন্য তৈরি করার প্রস্তুতি নিতে সাহস পেয়েছি।

তিনি আরো বলেন, আমাদের রাস্তার দেয়াল এখন ঐতিহাসিক দলিলে রূপান্তরিত হয়েছে। এগুলোর স্থান এখন আমাদের বুকের মধ্যে এবং যাদুঘরে হওয়া ছাড়া আর কোনো বিকল্প নেই। এসময় দেয়ালচিত্রগুলো আসা এবং যাওয়ার পথে খুব সুন্দরভাবে উপস্থাপনের জন্য বইমেলার উদ্যোগকে অভিনন্দন জানান তিনি।

বাংলা একাডেমি আয়োজিত এই বইমেলা আমাদের জাতীয় জীবনের এক অবিচ্ছেদ্য অংশে পরিণত হয়েছে। ক্রমে ক্রমে এর গুণগত আয়োজনগত পরিবর্তন হয়ে থাকবে বলেও উল্লেখ করেন তিনি।