Image description
 

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ধবলসুতি গাটিয়ার ভিটা সীমান্তে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে বৈদ্যুতিক পিলার (খুঁটি) স্থাপন করে তাতে সার্চলাইট বসিয়েছে বিএসএফ। পরে বিজিবির বাধায় তারা কাজ বন্ধ করে দেন। এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে।শুক্রবার (৩১ জানুয়ারী)দুপুরে বিজিবি ও বিএসএফের মধ্যে কমান্ডার পর্যায়ে একটি পতাকা বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) বিকেলে ধবলসুতি ঘাটিয়ার ভিটা সীমান্ত এলাকার প্রধান পিলার ৮২৯ এর ৪ নম্বর উপ-পিলারের কাছে শূন্যরেখার মধ্যে বৈদ্যুতিক খুঁটি স্থাপন করা হয়। এ ঘটনায় বিএসএফকে পতাকা বৈঠকের জন্য আহ্বান করেছে বিজিবি।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে জমিতে কাজ করতে গিয়ে স্থানীয়রা বৈদ্যুতিক পিলার ও সার্চলাইট স্থাপন দেখতে পেয়ে বিজিবিকে খবর দেন। পরে ৬১ বিজিবি (তিস্তা-২) ব্যাটালিয়নের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে বৈদ্যুতিক পিলার দেখতে পান। এ ঘটনার প্রতিবাদ জানায় বিজিবি।

 

পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার বিএসএফের ৯৮ ব্যাটালিয়নের ফুলকাডাবরী ক্যাম্পের সদস্যরা দেশটির নির্মাণশ্রমিকদের নিয়ে বৈদ্যুতিক পিলার স্থাপন করেন বলে জানা গেছে।

স্থানীয় রবিউল ইসলাম বলেন, ‘বিএসএফ গায়ের জোরে শূন্যরেখার মধ্যে বৈদ্যুতিক পিলারে সার্চলাইট স্থাপন করছে। রাতে তারা শূন্যরেখায় এসে পাহারা জোরদার করছেন। এতে আমরা গ্রামবাসী আতঙ্কিত।’