Image description

চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনে বিএনপির এমপি পদপ্রার্থী হারুনুর রশীদ বলেছেন, দেশের বিভিন্ন স্থানে ও সময়ে জামায়াতের এমপি প্রার্থীরা ধর্মের দোহাই দিয়ে যেসব অসংলগ্ন কথাবার্তা বলেন, তাতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে ইসলাম। এ সময় তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া জামায়াত প্রার্থীদের কিছু বক্তব্যের উদাহরণ তুলে ধরেন।

তিনি আলেম-ইমামদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, জামায়াত প্রার্থীদের এসব বক্তব্যের ধর্মীয় দৃষ্টিকোণ থেকে সঠিক ব্যাখ্যা জনগণের সামনে তুলে ধরতে হবে।

শুক্রবার (২৩ জানুয়ারি) সন্ধ্যায় চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার পাঠানপাড়া মহল্লায় ২ নম্বর ওয়ার্ড বিএনপির আয়োজনে ধানের শীষ প্রতীকের নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে সাবেক এমপি হারুনুর রশীদ এসব কথা বলেন।

হারুন বলেন, “আওয়ামী লীগ ভোটে নেই। তাই জামায়াত এখন ফুরফুরে মেজাজে আছে। তারা মনে করছে, আওয়ামী লীগের লোকেরা তাদের ভোট দিয়ে দেবে।” তবে তিনি দাবি করেন, “হিন্দু সম্প্রদায় আওয়ামী লীগ ও বিএনপি ছাড়া কখনো অন্য কোনো দলকে ভোট দিয়েছে বলে শোনা যায় না।

বাংলাদেশকে সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ উল্লেখ করে তিনি হিন্দু সম্প্রদায়ের উদ্দেশে বলেন, “আপনাদের নিয়ে রাজনীতি করা হয়।”

বিএনপির এই কেন্দ্রীয় নেতা আরো বলেন, “তাফসির মাহফিল এখন রাজনীতির মঞ্চ হয়ে গেছে। জামায়াতের নেতারা সেখানে বক্তব্য দিচ্ছেন। এখন তারা বলছেন—‘সবাইকে তো দেখলেন, এবার আমাদের দেখেন।

’ আর কত দেখব জামায়াতকে? ১৯৪১ সাল থেকে তো দেখছি।”

পথসভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন হারুনুর রশীদের সহধর্মিণী ও সাবেক এমপি সৈয়দা আসিফা আশরাফী পাপিয়া। তিনি বলেন, “জামায়াতে ইসলামের সমালোচনা করে দেওয়া আমার বক্তব্য বিকৃত করে উপস্থাপন করা হচ্ছে।” তিনি আরো বলেন, “আমাদের সৌভাগ্য যে ধর্ম ব্যবসায়ীদের সঙ্গে আমাদের জোট করতে হয়নি।”

পাপিয়া বলেন, “জামায়াত কোনো ইসলামিক দল নয়।

জামায়াত ধর্মীয় সংগঠনও নয়। বিএনপি ধর্মীয় দল নয়—এটি একটি রাজনৈতিক দল।” তিনি ‘যার যার ধর্ম, তার তার উৎসব’ মন্তব্য করে জামায়াত সম্পর্কে সতর্ক থাকার আহ্বান জানান।

 

স্থানীয় বিএনপি নেতা সেলিম রেজার সভাপতিত্বে হারুনের নিজ বাসভবন এলাকায় অনুষ্ঠিত ওই পথসভায় বিএনপির অন্যান্য নেতৃবৃন্দও বক্তব্য দেন।