চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনে স্বতন্ত্র প্রার্থী জাকির হোসেন প্রধানিয়ার প্রার্থিতা বৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট। এরই প্রেক্ষিতে শুক্রবার (২৩ জানুয়ারি) দুপুরে অতিরিক্ত জেলা প্রশাসক মো. এরশাদ উদ্দিন জাকির হোসেনকে ফুটবল প্রতীক বরাদ্দ দেন।
এর আগে গতকাল বৃহস্পতিবার (২২ জানুয়ারি) হাইকোর্ট বেঞ্চ রিট আবেদন শুনানি শেষে তার প্রার্থিতা বৈধ ঘোষণা করে তাকে প্রতীক বরাদ্দের নির্দেশ দেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে এক শতাংশ ভোটার তালিকায় সংযুক্তি কম হওয়ায় তার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়।
বিষয়টি নিশ্চিত করে জাকির হোসেন বলেন, ‘এ অঞ্চলের মানুষের জীবনমান উন্নত করার লক্ষ্যে আমি নির্বাচনে অংশ নিচ্ছি। মাঠে নেমে জনগণের সহায়তা এবং শুভকামনা প্রত্যাশা করছি।
প্রসঙ্গত, জাকির হোসেনের প্রার্থিতা বৈধ ঘোষণা করায় এই আসন থেকে মোট সাতজন প্রার্থী লড়বেন।