বিপিএলের ২০২৬ সালের আসরের শিরোপা জিতেছে নতুন ফ্র্যাঞ্চাইজি রাজশাহী ওয়ারিয়র্স। ফাইনালের মঞ্চে দাপুটে খেলা উপহার দিয়ে চট্টগ্রাম রয়্যালসকে ৬৩ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে নাজমুল হোসেন শান্তর দল।
আগে ব্যাট করে রাজশাহী করেছিল ৪ উইকেটে ১৭৪। চট্টগ্রাম তাড়া করতে নেমে অলআউট ১১১ রানে। ৬৩ রানের জয়ে দ্বাদশ বিপিএলে চ্যাম্পিয়ন লিগের নতুন ফ্র্যাঞ্চাইজি রাজশাহী ওয়ারিয়র্স।
এর আগে, তানজিদ হাসান তামিমের সেঞ্চুরিতে ভর করে ২০ ওভারে ৪ উইকেটে ১৭৪ রান করে রাজশাহী ওয়ারিয়র্স। টি-টোয়েন্টি ক্যারিয়ারে নিজের তৃতীয় সেঞ্চুরিতে ঠিক ১০০ রানের ইনিংস খেলেন তামিম। ৬২ বলের ইনিংসে ৬ চারের সঙ্গে মারেন ৭টি ছক্কা। বিপিএলের ফাইনালে তৃতীয় সেঞ্চুরি এটি।
রাজশাহীর হয়ে এছাড়া আর কেউই তেমন বড় ইনিংস খেলতে পারেননি। ৩০ রান করতে ৩০ বল খেলেন সাহিবজাদা ফারহান ও কেন উইলিয়ামসনের ব্যাট থেকে আসে ১৫ বলে ২৪ রান।
চট্টগ্রামের পক্ষে ২টি করে উইকেট নেন মুকিদুল ইসলাম মুগ্ধ ও শরিফুল ইসলাম। এর মধ্যে ইনিংসের শেষ বলে নাজমুল হোসেন শান্তর উইকেট নিয়ে বিপিএলের এক আসরে সর্বোচ্চ উইকেটের রেকর্ড গড়েন শরিফুল।
এবারের বিপিএলে ১২ ম্যাচে শরিফুলের শিকার ২৬ উইকেট। সেরা বোলিং ৯ রানে ৫ উইকেট। গত বিপিএলে সমান ম্যাচে ২৫ উইকেট নিয়েছিলেন তাসকিন আহমেদ। পরের আসরেই সেই রেকর্ড নতুন করে লিখলেন শরিফুল ইসলাম।