Image description

সাভারের আলোচিত ছয় হত্যাকাণ্ডে গ্রেফতার মশিউর রহমান সম্রাট ওরফে সবুজ শেখের অপরাধের আরও তথ্য প্রকাশ পেয়েছে। পুলিশ জানায়, সম্রাট আগেও একটি হত্যাকাণ্ডে জড়িত ছিলেন এবং মাদক মামলায় দুইবার গ্রেফতার হয়েছেন।

শুক্রবার (২৩ জানুয়ারি) সাভার মডেল থানার পরিদর্শক (ওসি অপারেশন) হেলাল উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন। 

তিনি বলেন, ২০১৪ সালের ৫ মার্চ সাভারের তেঁতুলঝড়া ইউনিয়নের হেমায়েতপুর শাপলা হাউজিংয়ে জোবায়ের ওরফে শাওন নামে এক যুবকের হাত-পা বাঁধা অবস্থায় লাশ উদ্ধার করা হয়। ওই হত্যার ঘটনায় সম্রাটকে পুলিশ গ্রেফতার করে আদালতে পাঠানো হয়। তখন সে ‘টাইগার সম্রাট’ নামের পরিচয় ব্যবহার করত এবং ঠিকানা ছিল আরমানটুলা, বংশাল।

হেলাল উদ্দিন আরও জানান, ২০১৯ সালের ১৩ ফেব্রুয়ারি ও ২৬ এপ্রিল মাদক মামলায় সম্রাটকে দুইবার গ্রেফতার করা হয়। সে বিভিন্ন ঠিকানা ব্যবহার করতো। বর্তমানে তার বিরুদ্ধে ৮টি মামলা চলমান রয়েছে, যার মধ্যে পুরনো এক হত্যাকাণ্ড এবং দুইটি মাদক মামলা রয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, ২০২৫ সালের ৪ জুলাই সাভার মডেল মসজিদের পাশে ৭৫ বছর বয়সী আসমা বেগমের লাশ উদ্ধার করা হয়। এরপরে ২৯ আগস্ট রাতে সাভার পৌর কমিউনিটি সেন্টার থেকে হাত-পা বাঁধা অজ্ঞাত এক যুবকের লাশ পাওয়া যায়। ১১ অক্টোবর রাতে একই কমিউনিটি সেন্টার থেকে অর্ধনগ্ন এক নারী (৩০) ও ১৯ ডিসেম্বর থানার রোড এলাকায় পরিত্যক্ত কমিউনিটি সেন্টারের দ্বিতীয় তলার শৌচাগার থেকে এক পুরুষের লাশ উদ্ধার করা হয়। তবে এই তিন হত্যাকাণ্ডের নিহতদের পরিচয় পুলিশ এখনও নিশ্চিত করতে পারেনি।

সর্বশেষ, রবিবার (১৮ জানুয়ারি) সাভার পৌর কমিউনিটি সেন্টারের ভেতরে দুই জনের পোড়া লাশ উদ্ধার করা হয়। পুলিশ তাদের মধ্যে একজনের পরিচয় নিশ্চিত করেছে।