বিপিএলের ১২তম আসরের চ্যাম্পিয়ন হবে কে? চট্টগ্রাম নাকি রাজশাহী? এই উত্তরের চেয়েও এখন বড় রহস্য হয়ে দাঁড়িয়েছে বিপিএলের নতুন ট্রফি। টুর্নামেন্ট শুরুর দিন থেকে যে ট্রফি নিয়ে বিসিবি লুকোচুরি খেলছিল, আজ ফাইনালের রাজকীয় মঞ্চে পর্দা উঠছে সেই হীরাখচিত শিরোপার।
ফাইনালের সবচেয়ে বড় আকর্ষণ এর ট্রফি এরাইভাল। বিকেল ৪টা ৪৫ মিনিটে হেলিকপ্টারে করে ট্রফিটি নিয়ে সরাসরি মিরপুরের সবুজ গালিচায় অবতরণ করবেন বাংলাদেশের দুই ঐতিহাসিক অধিনায়ক-নারী এশিয়া কাপজয়ী সালমা খাতুন ও অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী আকবর আলি। হীরাখচিত এই ট্রফিটি তৈরি করতে বিসিবির খরচ হয়েছে প্রায় ২৫ হাজার ডলার (বাংলাদেশি মুদ্রায় ২৫ লাখ টাকারও বেশি)।
হেলিকপ্টার থেকে ট্রফি নামানোর পর তা আনুষ্ঠানিকভাবে উন্মোচন করবেন দুই ফাইনালিস্ট দলের অধিনায়ক। একদিকে নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন রাজশাহী ওয়ারিয়র্স, অন্যদিকে শেখ মেহেদী হাসানের চট্টগ্রাম রয়্যালস। ট্রফি উন্মোচনের পর আধাঘণ্টা এটি দর্শকদের দেখার জন্য প্রদর্শিত হবে।
শুধু ক্রিকেট নয়, দর্শকদের বিনোদনের জন্য থাকছে গ্ল্যামারের ছোঁয়াও। টসের আগে অভিনেত্রী তানজিন তিশার বিশেষ নৃত্য পরিবেশনা গ্যালারিতে উত্তাপ ছড়াবে। সন্ধ্যা ৫টা ৩০ মিনিটে টস হওয়ার পর ৬টায় শুরু হবে শিরোপা নির্ধারণী মহারণ। ম্যাচ শেষে থাকছে জমকালো লেজার শো ও আতশবাজি।