নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের নির্বাচনি মাঠ থেকে সরে দাঁড়ালেন বিএনপির স্বতন্ত্র প্রার্থী ডা. ইয়াসির আরশাদ রাজন। তিনি প্রকাশ করেছেন যে, তিনি আসনের ধানের শীষের প্রার্থী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুলকে সমর্থন করবেন।
ডা. রাজন সংবাদ সম্মেলনে জানান, তিনি নিজের প্রার্থীতা প্রত্যাহার করছেন এবং এখন থেকে তার কর্মী ও সমর্থকরা ধানের শীষের প্রার্থীর পক্ষে নির্বাচনি প্রচার চালাবেন। এই সময় প্রার্থী নিজেও কান্নায় ভেঙে পড়েন এবং তার সমর্থকরাও আবেগপ্রবণ হন।
লালপুর ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি এবং রাজনের প্রধান নির্বাচনি সমন্বয়কারী অ্যাডভোকেট ফিরোজ হোসেন বলেন, "রাজনের সব কর্মী-সমর্থক এখন থেকে ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুলের নির্বাচনি প্রচারে যুক্ত থাকবেন।"
মনোনয়নপত্র প্রত্যাহারের নির্ধারিত সময় মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকাল ৫টা পর্যন্ত ছিল। তবে ডা. রাজন নির্ধারিত সময় পার হওয়ার পর বিকাল সাড়ে ৫টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার হোয়াটসঅ্যাপে তার মনোনয়নপত্র প্রত্যাহারের আবেদন পাঠান। যেহেতু সময় পার হয়ে গেছে, তাই রিটার্নিং কর্মকর্তা তা গ্রহণ করেননি।
লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জুলহাস হোসেন সৌরভ জানান, "স্বতন্ত্র প্রার্থী তার আবেদন হোয়াটসঅ্যাপে পাঠিয়েছেন, যা আমি রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠিয়েছি। তাঁরা বিধি অনুযায়ী সিদ্ধান্ত নিয়েছেন।"