Image description

চট্টগ্রাম-৮ (চান্দগাঁও-বোয়ালখালী) আসনে ১০ দলীয় নির্বাচনি ঐক্যের সিদ্ধান্ত অনুযায়ী এনসিপির প্রার্থীকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ডা. আবু নাসের।

বুধবার দুপুরে শহরের দলীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন আসনটির নির্বাচনি পরিচালক ও নগর জামায়াতের সহকারী সেক্রেটারি মোরশেদুল ইসলাম চৌধুরী। তবে অসুস্থতার কারণে সংবাদ সম্মেলনে উপস্থিত হতে পারেননি ডা. আবু নাসের।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মোরশেদুল ইসলাম বলেন, দলীয় সিদ্ধান্ত অনুযায়ী জোটের স্বার্থে চট্টগ্রাম-৮ আসনে এনসিপির প্রার্থীকে সমর্থন দিয়ে জামায়াতের প্রার্থী ডা. আবু নাসের নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। কয়েক দিন ধরে ঢাকায় অবস্থান করায় তিনি আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র প্রত্যাহারও করতে পারেননি।

এ সময় নগর জামায়াতের আমির নজরুল ইলাম ও দক্ষিণ জেলা জামায়াতের আমির আনোয়ারুল আলম চৌধুরী উপস্থিত ছিলেন।

এর আগে ত্রয়োদশ সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৮ আসনটি ১০ দলীয় নির্বাচনি ঐক্যের শরিক এনসিপির জন্য ছেড়ে দেওয়ার কথা থাকলেও জামায়াতের প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার না করায় জোটের ভেতরে অসন্তোষ তৈরি হয়। এ নিয়ে গত মঙ্গলবার রাতে সংবাদ সম্মেলনে এনসিপি প্রার্থী জোবাইরুল হাসান আরিফ জামায়াতের প্রার্থী আবু নাসেরের বিরুদ্ধে জোটের সিদ্ধান্ত অমান্যের অভিযোগ তোলেন।