Image description

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) ঢাকা-১৫ আসনে জনসভার মাধ্যমে নির্বাচনী সফর শুরু করছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। আগামী চারদিনে ঢাকাসহ উত্তরবঙ্গের বিভিন্ন এলাকায় প্রচারণায় অংশ নিবেন তিনি। জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করবেন শনিবার (২৪ জানুয়ারি)।

আজ বুধবার (২১ জানুয়ারি) মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে দলের সহকারী সেক্রেটারি জেনারেল এবং প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি জানান, জামায়াত আমির আগামীকাল বৃহস্পতিবার (২২ জানুয়ারি) ঢাকা-১৫ আসনে জনসভা করবেন। পরদিন পঞ্চগড়, দিনাজপুর, ঠাকুরগাঁও সফর শেষে সন্ধ্যায় রংপুর পৌঁছাবেন। ২৪ জানুয়ারি শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করে জনসভা শেষে গাইবান্ধা, বগুড়া, সিরাজগঞ্জ ও পাবনা হয়ে ঢাকা ফিরবেন। ২৫ জানুয়ারি বেলা ১২টায় ঢাকা-৫, ৬ ও ৭ আসনে প্রচারণা চালাবেন জামায়াতের আমির।