এনসিপি নেত্রী মনিরা শারমিনকে নিয়ে সাইবার বুলিংয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের কোনো সম্পৃক্ততা নেই বলে দাবি করেছেন দলটির প্রেসিডিয়াম সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান অধ্যাপক মাহবুবুর রহমান।
বুধবার (২১ জানুয়ারি) ডিবি হেডকোয়ার্টারের সামনে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ফেসবুকে হাতপাখার ছবি থাকলেই কেউ ইসলামী আন্দোলনের কর্মী—এমন ধারণার সুযোগ নেই। নারী নেত্রীকে নিয়ে যারা অনলাইনে কুৎসা রটিয়েছে, তাদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।
একই সঙ্গে ইসলামী আন্দোলনের আমীরকে জড়িয়ে অনলাইনে ছড়ানো ‘৪০০ কোটি টাকা ও স্বর্ণালঙ্কার উদ্ধার’-সংক্রান্ত গুজবকে সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত বলে উল্লেখ করে ডিবির সাইবার ক্রাইম ইউনিটে লিখিত অভিযোগ দায়ের করেছে দলটি। ১১ দলীয় সমঝোতা থেকে বেরিয়ে একক নির্বাচনের ঘোষণা দেওয়ার পর থেকেই পরিকল্পিতভাবে গুজব ও অপপ্রচার বাড়ছে বলেও অভিযোগ করেন অধ্যাপক মাহবুবুর রহমান।