Image description

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচনী এলাকায় প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। প্রতীক নিয়ে এখন থেকে প্রচারণা চালাতে পারবেন প্রার্থীরা। সিলেটের ৬টি আসনের প্রার্থীদের জন্য বুধবার (২১ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় প্রতীক বরাদ্দের কার্যক্রম শুরু করেন সিলেটের জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মো. সারওয়ার আলম।

সিলেট-১ আসনে জামায়াতের প্রার্থী মাওলানা হাবিবুর রহমান (দাঁড়িপাল্লা), বিএনপির প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির (ধানের শীষ), বাংলাদেশ কমিউনিস্ট পার্টির মোহাম্মদ আনোয়ার হোসেন (কাস্তে), বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) প্রনব জ্যোতি পাল (মই), ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের শামীম মিয়া (আ্যাপেল), গণ অধিকার পরিষদের আকমল হোসেন (ট্রাক), ইসলামী আন্দোলন বাংলাদেশ মাহমুদুল হাসান (হাতপাখা), বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী) সঞ্জয় কান্তি দাস (কাঁচি)। 

সিলেট-২ আসনে বিএনপির প্রার্থী তাহসিনা রুশদী লুনা (ধানের শীষ), গণফোরামের মুজিবুল হক (উদীয়মান সূর্য), ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির উদ্দিন (হাতপাখা), খেলাফত মজলিসের মোহাম্মদ মুনতাসির আলী (দেওয়াল গড়ি), জাতীয় পার্টির মাহবুবুর রহমান চৌধুরী (লাঙ্গল)। 

সিলেট-৩ আসনে বিএনপির প্রার্থী আব্দুল মালিক (ধানের শীষ), ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী আনওয়ারুল হক (হাতপাখা), জাতীয় পার্টির আতিকুর রহমান (লাঙ্গল), স্বতন্ত্র প্রার্থী মোস্তাকিম রাজা (ফুটবল), বাংলাদেশ খেলাফত মজলিসের মুসলেহ উদ্দিন রাজু (রিকশা), স্বতন্ত্র প্রার্থী মাইনুল বাকর (কম্পিউটার)।

সিলেট-৪ আসনে বিএনপির প্রার্থী আরিফুল হক চৌধুরী (ধানের শীষ), জামায়াতের জয়নাল আবেদীন (দাঁড়িপাল্লা), জাতীয় পার্টির মুজিবুর রহমান (লাঙ্গল),ইসলামী আন্দোলন বাংলাদেশের মাওলানা সাঈদ আহমদ (হাতপাখা), গণ অধিকার পরিষদের জহিরুল ইসলাম (ট্রাক)।

সিলেট-৫ আসনে বিএনপির জোটের জমিয়ত উলামায়ে ইসলাম বাংলাদেশের উবায়দুল্লাহ ফারুক (খেজুর গাছ), বিএনপির বহিষ্কৃত প্রার্থী মামুনুর রশীদ (ফুটবল), খেলাফত মজলিসের মোহাম্মদ আবুল হাসান (দেওয়াল ঘড়ি),বাংলাদেশ মুসলিম লীগের বিলাল হোসেন (হারিকেন)। 

সিলেট ৬ আসনে জামায়াতের সেলিম উদ্দিন (দাঁড়িপাল্লা), বিএনপির এমরান আহমদ চৌধুরী (ধানের শীষ), গণ অধিকার পরিষদের জাহিদুর রহমান পেয়েছেন (ট্রাক), জাতীয় পার্টির মোহাম্মদ আব্দুন নূর লাঙ্গল, স্বতন্ত্র মাওলানা  ফখরুল ইসলাম (হেলিকপ্টার)।