নির্বাচনের আচরণবিধি কেউ লঙ্ঘন করলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো যাবে, তবে কোনো অবস্থাতেই মব সৃষ্টি করার এখতিয়ার কারও নেই বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, সবার জন্য সমতল ও সমান ভোটের মাঠ নিশ্চিত করতে হবে।
বুধবার (২১ জানুয়ারি) দুপুরে ঢাকা-১৫ আসনে মিরপুরে জামায়াতের কর্মীদের ওপর হামলায় আহতদের দেখতে কল্যাণপুরের ইবনে সিনা হাসপাতালে যান ডা. শফিকুর রহমান। সেখানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
জামায়াত আমির অভিযোগ করেন, গতকাল ঢাকা-১৫ আসনে জামায়াতে ইসলামীর নারী কর্মীদের ওপর বিএনপির কর্মীরা হামলা চালিয়েছে। একই সঙ্গে জামায়াত ও শিবিরের নেতাকর্মীদের ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা করা হয়। এসব ঘটনায় ১৬ জন গুরুতর আহত হয়েছেন এবং আরও ২৫ জন চিকিৎসা নিয়েছেন।
ডা. শফিকুর রহমান বলেন, বিগত সাড়ে ১৫ বছরের মতো কায়দায় যদি আবারও ভোটের মাঠ ওলটপালট করার চেষ্টা করা হয়, তবে জাগ্রত যুব সমাজ কাউকে ক্ষমা করবে না।
তবে এ মুহূর্তে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে মামলা-মোকদ্দমায় যাওয়ার পরিকল্পনা নেই বলেও জানান তিনি।
সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সরকারের দেওয়া অঙ্গীকার বাস্তবায়নে দৃশ্যমান পদক্ষেপ নেওয়ার দাবি জানান জামায়াত আমির।
আরটিএনএন