Image description

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নির্বাচনী প্রচারণা আগামীকাল বৃহস্পতিবার (২২ জানুয়ারি) আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে। এ উপলক্ষে সকাল সাড়ে ১০টায় রাজধানীর তিন নেতার মাজার ও শহীদ ওসমান হাদীর কবর জিয়ারতের মাধ্যমে কর্মসূচির সূচনা করা হবে।

সে সময় এনসিপির শীর্ষ নেতাদের মধ্যে উপস্থিত থাকবেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম, আখতার হোসেন, আসিফ মাহমুদ, নাসীরুদ্দীন পাটওয়ারী, আদীব আরিফ, মনিরা শারমিন, জাবেদ রাসিন, দিলশানা পারুল, নাবিলা তাসনিদসহ দলের কেন্দ্রীয় ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

মাজার ও কবর জিয়ারত শেষে এনসিপির নির্বাচনী প্রচারণা তিন নেতার মাজার প্রাঙ্গণ থেকে শুরু হয়ে জাতীয় প্রেসক্লাব পর্যন্ত অগ্রসর হবে। এ কর্মসূচির মাধ্যমে দলের নির্বাচনী অবস্থান ও রাজনৈতিক বার্তা জনগণের সামনে তুলে ধরা হবে বলে দলীয় সূত্র জানিয়েছে।


এনসিপির পক্ষ থেকে জানানো হয়েছে, গণতন্ত্র, নাগরিক অধিকার ও রাষ্ট্র সংস্কারের অঙ্গীকার সামনে রেখেই শান্তিপূর্ণ ও গণমুখী প্রচারণা কর্মসূচি শুরু করা হচ্ছে।

শীর্ষনিউজ