Image description

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের (১২ ফেব্রুয়ারি) আগ পর্যন্ত দেশের সব মাদ্রাসায় পরিচালনা কমিটি, ছাত্র সংসদ বা অন্য যেকোনো ধরনের নির্বাচন আয়োজন সম্পূর্ণ নিষিদ্ধ করেছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড।

 

নির্বাচন কমিশনের সাম্প্রতিক একটি নির্দেশনা অনুসরণ করে সোমবার (১৯ জানুয়ারি) বোর্ডের রেজিস্ট্রার প্রফেসর ছালেহ আহমাদের সই করা এক স্মারকে এমন নির্দেশনা দেওয়া হয়েছে।

এতে বলা হয়েছে, নির্বাচন কমিশন আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আয়োজনের সময়কালীন (১২ ফেব্রুয়ারি পর্যন্ত) দেশের যেকোনো পেশাজীবী সংগঠন বা অন্য কোনো সংগঠনের নির্বাচন আয়োজন না করার জন্য অনুরোধ জানিয়েছে। যার আলোকে
বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের আওতাধীন সব স্তরের মাদ্রাসার অধ্যক্ষ-সুপার ও পরিচালনা কমিটিকে এ বিষয়ে সতর্ক থাকার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

এর আগে, গত ১২ জানুয়ারি নির্বাচন কমিশনের (ইসি) এক স্মারকে বলা দেশের সব পেশাজীবী সংগঠনের নির্বাচন, শিক্ষা প্রতিষ্ঠানের সব প্রকার নির্বাচন, পরিবহন মালিক ও শ্রমিক সমিতির নির্বাচন, সাংবাদিক সমিতির নির্বাচন, বণিক সমিতির নির্বাচন, সমবায় সমিতির নির্বাচন, ট্রেড ইউনিয়নের নির্বাচনসহ সব সংগঠনের নির্বাচন আগামী ১২ ফেব্রুয়ারির পর আয়োজন করতে বলা হয়েছে।