Image description

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) জিএস সালাউদ্দিন আম্মারের মানসিক স্বাস্থ্য মূল্যায়ন ও চিকিৎসার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা। রোববার (১৮ জানুয়ারি) দিবাগত রাতে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।

এতে বলা হয়, সাম্প্রতিক সময়ে ক্যাম্পাসে সংঘটিত বিভিন্ন অশোভন আচরণ ও উত্তেজনাকর পরিস্থিতির প্রেক্ষিতে শিক্ষাবান্ধব ও শান্তিপূর্ণ পরিবেশ রক্ষার লক্ষ্যে এবং সংশ্লিষ্ট রাকসু জিএস সালাউদ্দিন আম্মারের মানসিক স্বাস্থ্য পরিস্থিতির যথাযথ মূল্যায়ন ও প্রয়োজনীয় মনোসামাজিক সহায়তার দাবিতে এ কর্মসূচি পালন করা হবে।

এর অংশ হিসেবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হবে এবং একই সঙ্গে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হবে। কর্মসূচিটি আজ সোমবার দুপুর ১টায় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।