Image description

আপিল শুনানির শেষ দিন আজ রবিবার (১৮ জানুয়ারি) ২০ প্রার্থীর মনোনয়ন বাতিল করেছে নির্বাচন কমিশন। এর মধ্যে মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে ১৮ জনের আপিল নামঞ্জুর করা হয়েছে। আর মনোনয়নপত্র গ্রহণের বিরুদ্ধে মঞ্জুর হয়েছে দুটি আপিল আবেদন। এ ছাড়া এদিনে মনোনয়ন ফিরে পেয়েছেন ২১ জন প্রার্থী। নির্বাচন কমিশনের পরিচালক (জনসংযোগ) মো. রুহুল আমিন মল্লিক এসব তথ্য জানিয়েছেন।

তিনি জানিয়েছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল শুনানির শেষ দিনে ৬৩টি আবেদনের শুনানি গ্রহণ করা হয়েছে। এতে ২৩টি আপিল মঞ্জুর হয়েছে। এর মধ্যে মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে মঞ্জুর হয়েছে ২১টি আবেদন। ফলে তাদের প্রার্থিতা বহাল থাকবে। আর মনোনয়নপত্র গ্রহণের বিরুদ্ধে মঞ্জুর হয়েছে দুটি আবেদন, তাদের প্রার্থিতা বাতিল হচ্ছে।

অপরদিকে কমিশন ৩৫টি আপিল নামঞ্জুর করেছে। এর মধ্যে মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে নামঞ্জুর হয়েছে ১৮টি আবেদন, ফলে তাদের প্রার্থিতা বাতিলাদেশ বহাল থাকছে। আর মনোনয়নপত্র গ্রহণের বিরুদ্ধে ১৬টি আবেদন নামঞ্জুর হয়েছে। যেসব প্রার্থীর মনোনয়নপত্র গ্রহণের বিরুদ্ধে এই আপিল হয়েছিল, তাদের প্রার্থিতা বহাল থাকবে।

এ ছাড়া মনোনয়নপত্র বাতিলাদেশ বহাল রাখা সংক্রান্ত একটি আপিলও নামঞ্জুর হয়েছে। শুনানিকালে ৩টি আপিল আবেদন প্রত্যাহার করে নিয়েছেন আবেদনকারীরা। একজন আপিলকারী অনুপস্থিত ছিলেন। এর বাইরে কমিশন দুটি আপিল আবেদন অপেক্ষমাণ রেখেছে।

রুহুল আমিন মল্লিক জানিয়েছেন, সুপ্রিম কোর্টের আপিল বিভাগের নির্দেশনার আলোকে নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী আজ (রবিবার) ছিল পাবনা-১ ও পাবনা-২ সংসদীয় আসনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। শেষ দিনে পাবনা-১ আসনে ৭টি এবং পাবনা-২ আসনে ৫টি মনোনয়নপত্র জমা পড়েছে।

তালিকা দেখুন এখানে