ন্যাশনাল আইডেন্টি ইকুইপমেন্ট রেজিস্ট্রার (এনইআইআর) সংস্কারের দাবিতে চলমান আন্দোলনের মাঝেই গুরুত্বপূর্ণ সফলতা পেয়েছেন সাধারণ মোবাইল ব্যবসায়ীরা। আগামীতে বিএনপি ক্ষমতায় গেলে এনইআইআর পুনঃবিবেচনা করা হবে বলে দলটির চেয়ারপারসন তারেক রহমানের আশ্বাস পেয়েছেন তারা।
রোববার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর গুলশানস্থ বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ হলে, এমন আশ্বাস পান তারা। মোবাইল বিজনেস কমিউনি বাংলাদেশ (এমবিসিবি) এর যমুনা শাখা এবং চট্টগ্রাম মোবাইল ব্যবসায়ী সমিতির চার জন প্রতিনিধি তারেক রহমানের সঙ্গে এই সাক্ষাতে অংশ নেন।
এনইআইআর সংস্কারের দাবিতে প্রায় আড়াই মাস যাবত বিভিন্ন কর্মসূচি পালন করছে এমবিসিবি। এসব কর্মসূচির আওতায় বিক্ষোভ মিছিল, মানববন্ধন এবং দোকান বন্ধ রেখে মোবাইল বিক্রি স্থগিত রাখছেন ব্যবসায়ীরা। তারই প্রেক্ষিতে রোববার বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ের সামনে পরিবার পরিজন নিয়ে ব্যানার-প্ল্যাকার্ড হাতে অবস্থান নেন ব্যবসায়ীরা। এ সময় কার্যালয়ে প্রবেশকালে বিষয়টি নজরে আসলে, গাড়ি থেকে নেমে তাদের কথা শোনেন তারেক রহমান। পরবর্তীতে চার জন প্রতিনিধির সঙ্গে কার্যালয়ের ভেতরে বৈঠক করেন তিনি।
তারেক রহমানের সাথে বৈঠকে অংশ নেওয়া চার প্রতিনিধি হলেন - এমবিসিবি’র কেন্দ্রীয় নেতা ও চট্টগ্রাম মোবাইল ব্যবসায়ী সমিতির সভাপতি আরিফুর রহমান, এমবিসিবি যমুনা শাখার সাধারণ সম্পাদক ফয়সাল আজাদ, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম রুবেল এবং যমুনা ফিউচার পার্কের মোবাইল বিক্রয়কারী ব্যবসায়ী মাসুদুর রানা।
বৈঠক শেষে বৈঠকের বিস্তারিত তুলে ধরে আরিফুর রহমান বলেন, দীর্ঘদিন ধরে আমরা আন্দোলন করছি কিন্তু এই জালিম সরকার কোনো কর্ণপাত করেনি। এমনকি সকল ডিভাইস তিন মাস (১৫ মার্চ পর্যন্ত) স্বয়ংক্রিয়ভাবে নেটওয়ার্কে যুক্ত হবে এমন প্রতিশ্রুতি দিয়েও ভঙ্গ করেছে। তাই বাংলাদেশের আগামী অধিনায়ক তারেক রহমানই আমাদের কাছে শেষ ভরসা ছিলেন। আজ তার কার্যালয়ের বাইরে পরিবার পরিজন নিয়ে অবস্থান নিয়েছিলাম কারণ সিন্ডিকেটের কারণে আমাদের ব্যবসা বন্ধ হলে এই পরিবার পরিজন নিয়ে না খেয়ে মরতে হবে। আমাদের অবস্থান তারেক রহমানের নজরে আসলে আমাদের চার জন প্রতিনিধিকে ভেতরে বৈঠকে আমন্ত্রণ জানান তিনি।
শীর্ষনিউজ